এই তো কয়েকমাস আগেই বলিউডে চাউর হয়েছিল অভিনেতা গোবিন্দ ও সুনীতা আহুজার সংসার ভেঙে যাচ্ছে। বিষয়টি নিয়ে যখন চারপাশে শোরগোল শুরু হয়, তখন সুনীতা জোর গলায় বলেছিলেন,‘যারা বলে আমাদের ঘর ভাঙছে, তারা পাগল ছাড়া কিছু না।’
তবে এবার একটি ভ্লগ ফের উসকে দিল তাদের বিচ্ছেদের গুঞ্জন। এবার সত্যি সত্যিই এই দম্পতির বিচ্ছেদ হতে যাচ্ছে! ভারতীয় গণমাধ্যম সূত্রের বরাতে বলছে, গোবিন্দর বিরুদ্ধে বান্দ্রা আদালতে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়ে ডিভোর্সের মামলা দায়ের করেছেন তার স্ত্রী সুনীতা।
এই জল্পনা আরো জোরালো হয় যখন সুনীতা তার পছন্দের জায়গা মহালক্ষ্মী মন্দিরে পূজা দিতে গিয়ে একটি ভ্লগ বানান।সেখানে অঝোরে কাঁদতে কাঁদতে সুনীতাকে বলতে শোনা যায়, ‘আমি ছোট থেকে এই মন্দিরে আসছি। যখন গোবিন্দর সঙ্গে প্রথম দেখা হয় আমার তখনো আমি এখানে এসেছিলাম। একটা জিনিসই তখন চেয়েছিলাম যাতে ওর সঙ্গে আমার বিয়ে হয়। মা আমার সে কথা শুনেছিলেন। কিন্তু সবটুকু নিজের চাওয়া মতো হয় না জীবনে। কিন্তু মায়ের ওপর ভরসা রাখি। আমি জানি যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে, সে কখনোই ভালো থাকবে না।’
আর এখান থেকেই জোরালো হয় সুনীতা ও গোবিন্দর বিচ্ছেদের জল্পনা। শোনা যাচ্ছে, হিন্দু ম্যারেজ অ্যাক্টের একাধিক ধারায় ডিভোর্স ফাইল করেছেন সুনীতা।