ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সারাদেশে ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে Logo মেসিদের ভারত সফরের খবর জানাল আর্জেন্টিনা ফুটবল Logo খুলনায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার Logo ৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে মাইলস্টোনের শিক্ষার্থী তাসনিয়া Logo ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চলছে: সিইসি Logo দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত Logo নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫ Logo নির্বাচন ফেব্রুয়ারিতে,পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকবো না,ড. মুহাম্মদ ইউনূস Logo পরীক্ষার ফি না দেওয়ায় বহিষ্কার, ছোট্ট সুরাইয়ার পাশে দাঁড়াল ইকরা সুন্নাহ ফাউন্ডেশন Logo বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

দেবের সঙ্গে শুভশ্রী, রাজকে খোঁচা দিয়ে প্রাক্তন স্ত্রী লিখলেন ‘কিরে, কেমন লাগছে?

‘ধূমকেতু’ ছবির ট্রেলার লঞ্চের পর থেকেই আলোচনায় দেব-শুভশ্রী । তাদের জুটি ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। আইকনিক এই জুটির নতুন ছবি দেখার অপেক্ষায় অনুরাগীরা। আর সেই সূত্র ধরে আলোচনায় চলে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তীও।

শুভশ্রীর ‘ধূমকেতু’ প্রথম থেকেই উদযাপন করছিলেন তিনি। তবে সিনেমাটির ট্রেলার উন্মোচনের সন্ধ্যার পরই রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর একটা পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

প্রাক্তন স্বামী রাজকে খোঁচা দিয়ে এই পোস্ট করেছেন শতাব্দী। সোশ্যাল মিডিয়াতে শতাব্দী লিখেছেন, ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই।

বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো! আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।

শতাব্দী আরো লেখেন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা—আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।

রাজ যখন টলিউডে কাজ করতে শুরু করেন, তখন শতাব্দী তাঁর পাশে ছিলেন। এরপর শতাব্দীর সঙ্গে রাজের বিচ্ছেদ হয়। সেটা অবশ্য শুভশ্রীর জন্য নয়। টলিউডের দুই নামি নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রাজ। সেই সময়ে বিচ্ছেদের ঘণ্টা বেজে গিয়েছিল।

পরবর্তীকালে শুভশ্রীর সঙ্গে বিয়ে হয় রাজের। তাই শতাব্দী কোনো নাম উল্লেখ না করলেও, তার নিশানা রাজের দিকেই। এক সময়ে রাজ শতাব্দীকে ছেড়ে যাওয়ায় বিষয়টা কি শতাব্দীকে ভাবায়? সেই কারণে এমন খোঁচা দিতে দ্বিধা করলেন না।

যদিও রাজ-শুভশ্রীর সংসারে অবশ্য কোনো অশান্তি নেই। বিন্দাস সংসার করছেন দুজন। তাদের সংসারে আলো হয়ে এসেছে প্রথম সন্তান। বর্তমানে তারা বেরিয়ে পড়ছেন ছুটি কাটাতে। তাই শতাব্দীর পোস্ট যে রাজ গায়ে মাখছেন না, তা বোঝাই যাচ্ছে।

ট্যাগস

সারাদেশে ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে

দেবের সঙ্গে শুভশ্রী, রাজকে খোঁচা দিয়ে প্রাক্তন স্ত্রী লিখলেন ‘কিরে, কেমন লাগছে?

আপডেট সময় ০২:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

‘ধূমকেতু’ ছবির ট্রেলার লঞ্চের পর থেকেই আলোচনায় দেব-শুভশ্রী । তাদের জুটি ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। আইকনিক এই জুটির নতুন ছবি দেখার অপেক্ষায় অনুরাগীরা। আর সেই সূত্র ধরে আলোচনায় চলে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তীও।

শুভশ্রীর ‘ধূমকেতু’ প্রথম থেকেই উদযাপন করছিলেন তিনি। তবে সিনেমাটির ট্রেলার উন্মোচনের সন্ধ্যার পরই রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর একটা পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

প্রাক্তন স্বামী রাজকে খোঁচা দিয়ে এই পোস্ট করেছেন শতাব্দী। সোশ্যাল মিডিয়াতে শতাব্দী লিখেছেন, ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই।

বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো! আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।

শতাব্দী আরো লেখেন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা—আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।

রাজ যখন টলিউডে কাজ করতে শুরু করেন, তখন শতাব্দী তাঁর পাশে ছিলেন। এরপর শতাব্দীর সঙ্গে রাজের বিচ্ছেদ হয়। সেটা অবশ্য শুভশ্রীর জন্য নয়। টলিউডের দুই নামি নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রাজ। সেই সময়ে বিচ্ছেদের ঘণ্টা বেজে গিয়েছিল।

পরবর্তীকালে শুভশ্রীর সঙ্গে বিয়ে হয় রাজের। তাই শতাব্দী কোনো নাম উল্লেখ না করলেও, তার নিশানা রাজের দিকেই। এক সময়ে রাজ শতাব্দীকে ছেড়ে যাওয়ায় বিষয়টা কি শতাব্দীকে ভাবায়? সেই কারণে এমন খোঁচা দিতে দ্বিধা করলেন না।

যদিও রাজ-শুভশ্রীর সংসারে অবশ্য কোনো অশান্তি নেই। বিন্দাস সংসার করছেন দুজন। তাদের সংসারে আলো হয়ে এসেছে প্রথম সন্তান। বর্তমানে তারা বেরিয়ে পড়ছেন ছুটি কাটাতে। তাই শতাব্দীর পোস্ট যে রাজ গায়ে মাখছেন না, তা বোঝাই যাচ্ছে।