ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে মাঠে নামছেন মুস্তাফিজ, খেলবেন সুপার লিগে

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ০৫:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৫৯০ Time View

পর্যাপ্ত পারিশ্রমিক না পাওয়ায় এবার ঢাকা প্রিমিয়ার লিগ খেলা থেকে দূরে ছিলেন দেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান। পুরনো একটা চোটেরও পুনর্বাসন চলছিলো তার। অবশেষে লিগের শেষ ধাপে নামতে যাচ্ছেন তিনি। শিরোপা জেতার লড়াইয়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সুপার লিগ রাউন্ডে খেলবেন তিনি।

মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন করে জানিয়েছেন বাঁ-হাতি পেসার সুপার লিগের ম্যাচগুলোতে তাদের হয়ে খেলতে রাজি হয়েছেন।

মঙ্গলবার মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমিতে একটি অনুশীলন সেশনে মুস্তাফিজুরকে মোহামেডানের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করতেও দেখা গেছে।

এর আগে, বাঁ-হাতি পেসার ডিপিএল খেলোয়াড়দের ট্রান্সফারের জন্য টোকেন নেননি এবং চলমান আসরের লিগ পর্বের ম্যাচগুলোতে খেলেননি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর বিরতিতে থাকা বাঁ-হাতি পেসারের পুরনো কাঁধের চোট ফিরে আসায় ১১ই মার্চ তিনি একটি পিআরপি ইনজেকশনও নিয়েছেন।

সাজ্জাদ আরও জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে ২০শে এপ্রিল সিলেট থেকে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাদের কয়েকজন ক্রিকেটার টেস্ট দলে যোগ দেওয়ায়, এছাড়া কিছু খেলোয়াড়ের ইনজুরির সমস্যা থাকায় তারা আরও কয়েকজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছেন।

আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে সুপার লিগ রাউন্ড। প্রথম রাউন্ডে দুই ম্যাচ হেরে ১৮ পয়েন্ট মোহামেডানের, সমান ১৮ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডও। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার বিচারে শীর্ষে আছে মোহামেডান।

ট্যাগস

অবশেষে মাঠে নামছেন মুস্তাফিজ, খেলবেন সুপার লিগে

আপডেট সময় ০৫:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

পর্যাপ্ত পারিশ্রমিক না পাওয়ায় এবার ঢাকা প্রিমিয়ার লিগ খেলা থেকে দূরে ছিলেন দেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান। পুরনো একটা চোটেরও পুনর্বাসন চলছিলো তার। অবশেষে লিগের শেষ ধাপে নামতে যাচ্ছেন তিনি। শিরোপা জেতার লড়াইয়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সুপার লিগ রাউন্ডে খেলবেন তিনি।

মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন করে জানিয়েছেন বাঁ-হাতি পেসার সুপার লিগের ম্যাচগুলোতে তাদের হয়ে খেলতে রাজি হয়েছেন।

মঙ্গলবার মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমিতে একটি অনুশীলন সেশনে মুস্তাফিজুরকে মোহামেডানের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করতেও দেখা গেছে।

এর আগে, বাঁ-হাতি পেসার ডিপিএল খেলোয়াড়দের ট্রান্সফারের জন্য টোকেন নেননি এবং চলমান আসরের লিগ পর্বের ম্যাচগুলোতে খেলেননি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর বিরতিতে থাকা বাঁ-হাতি পেসারের পুরনো কাঁধের চোট ফিরে আসায় ১১ই মার্চ তিনি একটি পিআরপি ইনজেকশনও নিয়েছেন।

সাজ্জাদ আরও জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে ২০শে এপ্রিল সিলেট থেকে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাদের কয়েকজন ক্রিকেটার টেস্ট দলে যোগ দেওয়ায়, এছাড়া কিছু খেলোয়াড়ের ইনজুরির সমস্যা থাকায় তারা আরও কয়েকজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছেন।

আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে সুপার লিগ রাউন্ড। প্রথম রাউন্ডে দুই ম্যাচ হেরে ১৮ পয়েন্ট মোহামেডানের, সমান ১৮ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডও। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার বিচারে শীর্ষে আছে মোহামেডান।