জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটে পড়ায় সিরিজ খেলতে পারছেন না তাসকিন আহমেদ। চমক হয়ে এসেছেন তানজিম হাসান সাকিব।
নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই আজ ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। তাসকিনকে বাদ দেওয়ার ব্যাখ্যায় বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তাসকিন বর্তমানে বাঁ পাশের অ্যাকিলিসের (গোড়ালি) টেন্ডন চোটের পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং এই সিরিজের জন্য তাঁকে পাওয়া যাবে না।’
জিম্বাবুয়ে সিরিজ দিয়েই প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার তানজিম সাকিব।
২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই দুই দল সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব