ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

সুনামগঞ্জে বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে  উপজেলার আহসানমারা সেতুর পাশে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জমির হোসেন (৩০),  আলী নূর (২৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি বাস ও শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য  ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পাশে গেলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫ জন গুরুতর আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।

ট্যাগস

সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

আপডেট সময় ১২:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

সুনামগঞ্জে বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে  উপজেলার আহসানমারা সেতুর পাশে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জমির হোসেন (৩০),  আলী নূর (২৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি বাস ও শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য  ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পাশে গেলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫ জন গুরুতর আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।