ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফিফা আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ০৪:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৬০৩ Time View

ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের শাণিত ত্রিফলায় বিদ্ধ হয়েছে মেক্সিকোর ক্লাব পাচোকা। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো গোয়েসের লক্ষ্যভেদে ৩-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়েছে লস ব্লাঙ্কোসরা।

বুধবার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে প্রথম ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতল রিয়াল।দু’বছর আগে ১৮ ডিসেম্বরের কথা ফুটবল ভক্তদের ভুলে যাবার কথা নয়।মেসির হাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে উঠেছিল বিশ্বকাপের শিরোপা। একই স্টেডিয়ামে একই দিনে শিরোপা ঘরে তুললো আনচেলত্তির শিষ্যরা। কাতারে গতকালকের ম্যাচে একপেশে লড়াই করে জিতেছে রিয়াল। কখনও কখনও প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাক থেকে তাদের হুমকি দিলেও হতাশ করেনি দল।

৩৭তম মিনিটে চ্যাম্পিয়নস লিগ বিজয়ীরা দলগত চেষ্টায় গোলমুখ খোলে। জুড বেলিংহ্যাম পাস দেন ভিনিসিয়ুসকে।এই ব্রাজিলিয়ান গোলকিপারকে পেছনে ফেলে এমবাপ্পেকে দিয়ে সহজ গোল করান।এমবাপ্পের অ্যাসিস্টে ৫২তম মিনিটে রদ্রিগো ব্যবধান আরও বাড়ান।দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডানপায়ের উঁচু ও কোনাকুনি শটে জাল কাঁপান তিনি। ওসামা ইদ্রিসি বক্সের মধ্যে রিয়াল অধিনায়ক লুকাস ভাসকেসকে ফাউল করলে পেনাল্টি থেকে ৮৩তম মিনিটে গোল করেন ভিনিসিয়ুস।

দুই বছর পর এই ট্রফি হাতে নিলো রিয়াল। তাতে করে কার্লো আনচেলত্তি ক্লাবটির সবচেয়ে সফল কোচের মর্যাদা আদায় করলেন। রিয়ালের হয়ে এদিন ইতালিয়ান কোচ জিতলেন ১৫তম ট্রফি।২০১৩ থেকে ২০১৫ এবং ২০২১ থেকে এ পর্যন্ত তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা, দুটি কোপা আমেরিকা, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কোপা, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি বিশ্বকাপ এবং এখন ইন্টারকন্টিনেন্টাল কাপ।

ট্যাগস

ফিফা আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

আপডেট সময় ০৪:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের শাণিত ত্রিফলায় বিদ্ধ হয়েছে মেক্সিকোর ক্লাব পাচোকা। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো গোয়েসের লক্ষ্যভেদে ৩-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়েছে লস ব্লাঙ্কোসরা।

বুধবার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে প্রথম ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতল রিয়াল।দু’বছর আগে ১৮ ডিসেম্বরের কথা ফুটবল ভক্তদের ভুলে যাবার কথা নয়।মেসির হাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে উঠেছিল বিশ্বকাপের শিরোপা। একই স্টেডিয়ামে একই দিনে শিরোপা ঘরে তুললো আনচেলত্তির শিষ্যরা। কাতারে গতকালকের ম্যাচে একপেশে লড়াই করে জিতেছে রিয়াল। কখনও কখনও প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাক থেকে তাদের হুমকি দিলেও হতাশ করেনি দল।

৩৭তম মিনিটে চ্যাম্পিয়নস লিগ বিজয়ীরা দলগত চেষ্টায় গোলমুখ খোলে। জুড বেলিংহ্যাম পাস দেন ভিনিসিয়ুসকে।এই ব্রাজিলিয়ান গোলকিপারকে পেছনে ফেলে এমবাপ্পেকে দিয়ে সহজ গোল করান।এমবাপ্পের অ্যাসিস্টে ৫২তম মিনিটে রদ্রিগো ব্যবধান আরও বাড়ান।দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডানপায়ের উঁচু ও কোনাকুনি শটে জাল কাঁপান তিনি। ওসামা ইদ্রিসি বক্সের মধ্যে রিয়াল অধিনায়ক লুকাস ভাসকেসকে ফাউল করলে পেনাল্টি থেকে ৮৩তম মিনিটে গোল করেন ভিনিসিয়ুস।

দুই বছর পর এই ট্রফি হাতে নিলো রিয়াল। তাতে করে কার্লো আনচেলত্তি ক্লাবটির সবচেয়ে সফল কোচের মর্যাদা আদায় করলেন। রিয়ালের হয়ে এদিন ইতালিয়ান কোচ জিতলেন ১৫তম ট্রফি।২০১৩ থেকে ২০১৫ এবং ২০২১ থেকে এ পর্যন্ত তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা, দুটি কোপা আমেরিকা, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কোপা, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি বিশ্বকাপ এবং এখন ইন্টারকন্টিনেন্টাল কাপ।