হাংঝু এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে বাজেভাবে হারতে হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়ে মাত্র ৫১ রানে অলআউট হয়েছে নারী ক্রিকেটাররা। জবাব দিতে নেমে ৮.২ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতের মেয়েরা। জয়ের ব্যবধান ৮ উইকেট।
হাংঝুর ঝেইজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশের মেয়েরা। কিন্তু ব্যাট করতে নেমে একজনও দাঁড়াতে পারেনি ভারতীয় বোলারদের সামনে। অধিনায়ক নিগার সুলতানাই কেবল দুই অংকের ঘর স্পর্শ করতে পেরেছেন। ১২ রান করে রানআউট হয়ে যান তিনি।
দুই ওপেনার সাথি রানি এবং শামীমা সুলতানা গোল্ডেন ডাক মেরে আউট হন। সুবনাহানা মুস্তারি করেন ৮ রান। স্বর্ণা আক্তার ০ রান করে আউট হন। রিতু মনি করেন ৮ রান। ফাহিমা আক্তার রানআউট হন ০ রানে। রাবেয়া খান করেন ৩ রান। নাহিদা আক্তার অপরাজিত থাকেন ৯ রানে। সুলতানা খান ৩ রান করে আউট হন। মারুফা আক্তার কোনো রানই করতে পারেননি।
জবাব দিতে নেমে অধিনায়ক স্মৃতি মন্দানা ৭ রানে এবং শেফালি ভার্মা ১৭ রান করে আউট হন। ২০ রানে অপরাজিত থাকেন জেমিমা রদ্রিগেজ এবং ১ রানে অপরাজিত থাকেন কনিকা আহুজা।