ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে হাজারো মানুষের ঢল, নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনী Logo শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে দায় নিতে হবে: তথ্য উপদেষ্টা Logo নতুন দুই বিভাগ ও দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব সংস্কার কমিশনের Logo নওগাঁ সীমান্ত থেকে ১ যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ Logo গাজীপুরে পিকআপভ্যান খাদে পড়ে তিন জন নিহত Logo নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে গাজা দখলের ঘোষণা দিলেন ট্রাম্প Logo মাকে মারধর করছিল ছেলে, শাসন করতে গিয়ে মামা খুন Logo পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ. লীগ নেতা গ্রেফতার Logo অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা Logo মোহাম্মদপুর থেকে ‘নিখোঁজ’ সেই সুবা নওগাঁ থেকে উদ্ধার

মানুষ টিসিবির লাইনে আর সরকার কনসার্ট করছে : ফখরুল

রাজনীতি ডেক্স : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট করায় সরকারের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘একদিকে টিসিবির ট্রাকের পেছনে মানুষ লাইন দিচ্ছে। ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী ভারত থেকে বিখ্যাত গায়ক এনে কনসার্ট করে গান শুনছেন।’

বুধবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে সদ্য কারামুক্ত বিএফইউজের (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। ‘রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখানে কথা বলার কোনো স্বাধীনতা নেই। দেশে এমন এক পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে যে, কথা বললেই শিরচ্ছেদ হতে পারে।’

চলতি অধিবেশনে সংসদে উত্থাপিত গণমাধ্যমকর্মী আইনের সমালোচনা করে ফখরুল বলেন, ‘গণমাধ্যমকর্মী আইন হচ্ছে, আইনটা কারা করবেন? আইনটা করছেন তারা, যারা নির্বাচিত না হয়ে সংসদে বসেছেন। যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করে বসে আছেন। তারা গণমাধ্যমের জন্য আইন তৈরি করবেন।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের দিকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশে এত খারাপ অবস্থা কখনো দেখিনি। এখানে গণতান্ত্রিক মূল্যবোধ, শালীনতা বোধ এবং একজন অন্যজন সম্পর্কে যে সৌজন্যমূলক কথা বলবে, সেটা একেবারে নাই হয়ে গেছে।’

ফখরুল বলেন, ‘যারা চাকর, তারা যদি মালিক বনে যান, তখন তো এরকম অবস্থায় দাঁড়াবে। এমন কথা এমন লোক বলছেন, যারা জনগণের টাকায় চলাফেরা করছেন। তাদের বেতন হয় জনগণের টাকায়, তারা মালিক হয়ে বসে আছেন।’

দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে ও ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ, জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

 

ট্যাগস

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে হাজারো মানুষের ঢল, নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনী

মানুষ টিসিবির লাইনে আর সরকার কনসার্ট করছে : ফখরুল

আপডেট সময় ০৪:৪০:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২

রাজনীতি ডেক্স : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট করায় সরকারের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘একদিকে টিসিবির ট্রাকের পেছনে মানুষ লাইন দিচ্ছে। ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী ভারত থেকে বিখ্যাত গায়ক এনে কনসার্ট করে গান শুনছেন।’

বুধবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে সদ্য কারামুক্ত বিএফইউজের (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। ‘রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখানে কথা বলার কোনো স্বাধীনতা নেই। দেশে এমন এক পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে যে, কথা বললেই শিরচ্ছেদ হতে পারে।’

চলতি অধিবেশনে সংসদে উত্থাপিত গণমাধ্যমকর্মী আইনের সমালোচনা করে ফখরুল বলেন, ‘গণমাধ্যমকর্মী আইন হচ্ছে, আইনটা কারা করবেন? আইনটা করছেন তারা, যারা নির্বাচিত না হয়ে সংসদে বসেছেন। যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করে বসে আছেন। তারা গণমাধ্যমের জন্য আইন তৈরি করবেন।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের দিকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশে এত খারাপ অবস্থা কখনো দেখিনি। এখানে গণতান্ত্রিক মূল্যবোধ, শালীনতা বোধ এবং একজন অন্যজন সম্পর্কে যে সৌজন্যমূলক কথা বলবে, সেটা একেবারে নাই হয়ে গেছে।’

ফখরুল বলেন, ‘যারা চাকর, তারা যদি মালিক বনে যান, তখন তো এরকম অবস্থায় দাঁড়াবে। এমন কথা এমন লোক বলছেন, যারা জনগণের টাকায় চলাফেরা করছেন। তাদের বেতন হয় জনগণের টাকায়, তারা মালিক হয়ে বসে আছেন।’

দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে ও ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ, জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।