ক্রীড়া ডেস্ক: শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে টুর্নামেন্টে নামলেও, এখন সুপার টুয়েলভ পর্ব কীভাবে পাড়ি দেয়া যাবে সেই সমীকরণ মেলাতে ব্যস্ত ভারত। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দলটি হেরেছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে। ফলে কঠিন হয়ে গেছে সেমিফাইনালে ওঠার পথই।
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে হতাশ করেছে ভারতের ব্যাটিং-বোলিং। হতাশ খোদ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও। বিশেষ করে সতীর্থদের ‘শরীরী ভাষা’ দেখে বিস্মিত তিনি।
গতকাল নিউজিল্যান্ডের কাছে হারের পর কোহলি বলেন, ‘সত্যিই হতাশাজনক (হার)। ব্যাটিং, বোলিং-কোনো বিভাগেই সাহসিকতার পরিচয় দিতে পারিনি আমরা। বোলিংয়ে বিশেষ করে। যখন আমরা ব্যাটিংয়ে নামি, তখন থেকেই আমাদের আর নিউজিল্যান্ডের খেলোয়াড়দের শরীরী ভাষায় যথেষ্ট পার্থক্য দেখা যাচ্ছিল। শট করতে যাব কি যাব না এমন দ্বিধাদ্বন্দ্বে ভোগায় বড় শট করতে গিয়ে উইকেট হারিয়েছি।’
ভারতের হয়ে খেললে থাকে বিশাল জনসংখ্যার প্রত্যাশা মেটানোর চাপ। কোহলির সরল স্বীকারোক্তি, প্রথম দুই ম্যাচে সেই চাপ মেটাতে ব্যর্থ তার দল। ভারতীয় অধিনায়ক বলেন, ‘ভারতের ম্যাচে স্টেডিয়ামে অনেক ভক্ত-সমর্থক আসে খেলা দেখতে। যেটা আমরা প্রায়ই দেখি আর আমাদের সেই চাপ সামলে খেলতে হয়। তবে দুই ম্যাচে আমরা চাপ সামলাতে ব্যর্থ হয়েছি, তাই ফলাফল আমাদের অনুকূলে আসেনি।’
তবে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। সমীকরণের মারপ্যাঁচ থাকলেও, শেষ তিন ম্যাচ জিতে নিজেদের কাজটা সেরে রাখতে চান কোহলি, ‘আমাদের আরও বেশি আশাবাদী হয়ে ‘ক্যালকুলেটেড রিস্ক’ নিতে হবে। পজিটিভ ক্রিকেট খেলতে হবে৷ এখনো টুর্নামেন্টে আরও অনেক ম্যাচ বাকি।’