ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সৌরভের দাবি, বিশ্বকাপ জিতবে ভারত

সৌরভের দাবি, বিশ্বকাপ জিতবে ভারত

ক্রীড়া ডেস্ক:  সেই ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। এরপর একে একে মাঠে গড়িয়েছে এই ফরম্যাটের আরও পাঁচটি বিশ্ব আসর। কিন্তু ভারতের হাতে আর কখনো শোভা পায়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলির মতে, সেই আক্ষেপ বিরাট কোহলির দল এবার ঘোচাতে পারে। এক ক্রিকেট টক শোতে আলাপকালে বিসিসিআই সভাপতি বলেছেন, ‘ভারত এবার খুব শক্তিশালী দল। আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে বলে বিশ্বকাপের দাবীদার আমরা। হ্যাঁ, প্রতিবার বিশ্বকাপ জেতা সম্ভব নয়। কিন্তু এবার আমাদের সম্ভাবনা আছে প্রথম আসরের মতো।’

সর্বশেষ ২০১৬ সালে ঘরের মাঠে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে হেরে বাদ পড়েছিল ভারত। এর আগের আসরের ফাইনালে দলটি হেরেছিল শ্রীলঙ্কার কাছে।

নকআউট পর্বে ভারতের এই চাপ সামলাতে না পাড়ার ব্যর্থতা প্রসঙ্গে ভারতের সাবেক অধিনায়ক টেনে এনেছেন ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালের কথাও, ‘২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হেরে গিয়েছিলাম। এবার আমরা আশাবাদী। টি-টোয়েন্টিতে নিশ্চয়তা দিয়ে কিছুই বলা যায় না, তবে ওই যে আমি বলেছি, এবার আমরা শিরোপার দাবীদার।’

পাকিস্তানের বিপক্ষে ২৪ অক্টোবর ম্যাচ দিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হবে। এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে বিসিসিআই সভাপতি বলেছেন, ‘আইসিসি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি আগেও হয়েছে। তবে এ দুটি দলের ম্যাচ আয়োজন করা চাট্টিখানি কথা নয়।’

নিজের অভিজ্ঞতার জানাতে গিয়ে সৌরভ বলছিলেন, ‘২০১৬ সালে আমি যখন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) সভাপতি ছিলাম, তখন ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচ আমরা আয়োজন করেছিলাম। ভারত-পাকিস্তান ম্যাচে টিকেটের চাহিদা থাকে প্রচুর।

ট্যাগস

সৌরভের দাবি, বিশ্বকাপ জিতবে ভারত

আপডেট সময় ১২:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১

ক্রীড়া ডেস্ক:  সেই ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। এরপর একে একে মাঠে গড়িয়েছে এই ফরম্যাটের আরও পাঁচটি বিশ্ব আসর। কিন্তু ভারতের হাতে আর কখনো শোভা পায়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলির মতে, সেই আক্ষেপ বিরাট কোহলির দল এবার ঘোচাতে পারে। এক ক্রিকেট টক শোতে আলাপকালে বিসিসিআই সভাপতি বলেছেন, ‘ভারত এবার খুব শক্তিশালী দল। আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে বলে বিশ্বকাপের দাবীদার আমরা। হ্যাঁ, প্রতিবার বিশ্বকাপ জেতা সম্ভব নয়। কিন্তু এবার আমাদের সম্ভাবনা আছে প্রথম আসরের মতো।’

সর্বশেষ ২০১৬ সালে ঘরের মাঠে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে হেরে বাদ পড়েছিল ভারত। এর আগের আসরের ফাইনালে দলটি হেরেছিল শ্রীলঙ্কার কাছে।

নকআউট পর্বে ভারতের এই চাপ সামলাতে না পাড়ার ব্যর্থতা প্রসঙ্গে ভারতের সাবেক অধিনায়ক টেনে এনেছেন ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালের কথাও, ‘২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হেরে গিয়েছিলাম। এবার আমরা আশাবাদী। টি-টোয়েন্টিতে নিশ্চয়তা দিয়ে কিছুই বলা যায় না, তবে ওই যে আমি বলেছি, এবার আমরা শিরোপার দাবীদার।’

পাকিস্তানের বিপক্ষে ২৪ অক্টোবর ম্যাচ দিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হবে। এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে বিসিসিআই সভাপতি বলেছেন, ‘আইসিসি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি আগেও হয়েছে। তবে এ দুটি দলের ম্যাচ আয়োজন করা চাট্টিখানি কথা নয়।’

নিজের অভিজ্ঞতার জানাতে গিয়ে সৌরভ বলছিলেন, ‘২০১৬ সালে আমি যখন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) সভাপতি ছিলাম, তখন ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচ আমরা আয়োজন করেছিলাম। ভারত-পাকিস্তান ম্যাচে টিকেটের চাহিদা থাকে প্রচুর।