ক্রীড়া ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন উঁকি দিচ্ছে বাংলাদেশের। তার জন্য দরকার এক জয়। নেপালকে হারাতে পারলেই এবারের আসরের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হবে অস্কার ব্রুজোনের শিষ্যদের।
পয়েন্ট তালিকায় তিন দল ইতোমধ্যে এগিয়ে আছে বাংলাদেশের। তবে সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায়নি লাল-সবুজদের। ফাইনালে যাওয়ার স্বপ্ন পূরণ করতে হলে নেপালের বিপক্ষে তিন পয়েন্ট আদায় করতে হবে জামাল ভূঁইয়াদের। ম্যাচটিতে জিতলেই সেরা দুইয়ে থেকে ফাইনালের টিকিটি কাটবে বাংলাদেশ।
এই মুহূর্তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্বাগতিক মালদ্বীপ। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নেপাল। দুই দলই খেলেছে সমান ৩ ম্যাচ। দুই দলের গোল ব্যবধানও সমান (+২)। তিন ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ভারত। সাফের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নদের গোল পার্থক্য (+১)। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে বাংলাদেশ। সমান ম্যাচে এক পয়েন্ট নিয়ে পাঁচে থাকা শ্রীলঙ্কার বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে।
১৩ অক্টোবর মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় শেষ রাউন্ডে নেপালকে হারাতে পারলে বাংলাদেশর পয়েন্ট হবে ৭। তবে ড্র করলেই বিদায় নেবে ব্রুজোনের দল। অন্যদিকে ড্র করলে ফাইনালে যাবে নেপাল।
দিনের আরেক ম্যাচে রাতে মুখোমুখি হবে মালদ্বীপ-ভারত। এই ম্যাচ ড্র করলে ফাইনালে উঠবে মালদ্বীপ। ফাইনালে যেতে হলে স্বাগতিকদের বিপক্ষে জিততেই হবে ভারতকে।
সমীকরণে, বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের মধ্যে যে কোনো দুটি দলেরই সুযোগ থাকছে ফাইনালে যাওয়ার। সেক্ষেত্রে মালদ্বীপ ও নেপালের ড্র করলেই চলে। কিন্তু জিততে হবে বাংলাদেশ-ভারতকে।
মালদ্বীপ বনাম ভারতের ম্যাচ ড্র হলে কপাল পুড়বে সুনীল ছেত্রিদের। তখন বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের পয়েন্ট হবে ৭ আর আসরের সফলতম দল ভারতের হবে ৬ পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে সেরা দুইয়েও থাকতে পারবে না ছেত্রিরা।