ক্রীড়া ডেস্ক:নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন তামিম ইকবাল। ওপেনিংয়ে নেমে ৯ বলে এক চারে ৯ রান করে সাজঘরে ফিরেছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান।
বুধবার কীর্তিপুর ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে কাঠমাণ্ডু কিংস ইলেভেনের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তামিমের দল ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্স। ইনিংসের ৩.১ ওভারে জনক প্রকাশের বলে অমিত শ্রেষ্ঠর হাতে বন্দী হয়ে সাজঘরে ফেরেন ৩২ বছর বয়সী ড্যাশিং ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে গ্ল্যাডিয়েটর্স।
ইপিএলে তামিমের এটি চতুর্থ ম্যাচ। আসরে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ব্যাট করতে পারেননি তিনি। পরের দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২ ও ১৪ রান। গ্ল্যাডিয়েটর্সের চতুর্থ ও নিজের তৃতীয় ম্যাচে ৩০ বলে ৪০ রান করে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন তামিম।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তামিমদের জন্য। এর আগে দিনের প্রথম ম্যাচের প্রথম কোয়ালিফায়ারে পোখারা রাইনোসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চিতন টাইগার্স।
গ্ল্যাডিয়েটর্স ও কাঠমান্ডুর মধ্যকার ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে পোখারার বিপক্ষে। এলিমিনেটর ম্যাচ হারলে ছিটকে পড়তে হবে টুর্নামেন্ট থেকে।