ঢাকা ০১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘মেন্টর’ মাশরাফির কাছে কী শিখলেন তাসকিন?

ক্রীড়া ডেক্স : হঠাৎ করে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সাবেক তারকা পেসার মাশরাফি মুর্তজা। দুই সপ্তাহ আগেও এখানে এসেছিলেন।

দুই সন্তানকে নিয়ে কিছুক্ষণ ঘুরেফিরে চলে গেছেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তাকে দেখা গেল বল করতে। তবে নিজে করেননি, দেখিয়ে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা তাসকিন আহমেদকে।

বেশ কিছুক্ষণ ধরে তাকে দেখিয়েছেন কিভাবে কোথায় বোলিং করতে হবে, বল ফেলতে হবে। তাসকিনকে দেখানোর সময় নিজেও কয়েকবার বোলিং করেছেন।

‘মেন্টর’ মাশরাফির কাছ থেকে কিছু সময়ে কী শিখলেন তাসকিন? গণমাধ্যমকে তিনি বললেন, “ভাইয়াকে (মাশরাফি) বলছিলাম একদিন সময় দেওয়ার জন্য। কারণ আমার আসলে পেস, সুইংয়ের উন্নতি হচ্ছে, কিন্তু আমি স্লোয়ারের দিক থেকে একটু পেছানো। স্লোয়ারের উন্নতি করতে চাই।

ভাইয়াকে বললাম, তিনি এসে কিছু গ্রিপ দেখালেন এবং বললেন, ‘যে একেক জনের অ্যাকশন একেক রকম হয়। এগুলো একটু চেষ্টা করে দেখতে পার।” আমার কাছে ভালো লাগল, কিছু কাটারের গ্রিপ দেখিয়েছেন। আশা করি এইগুলো প্রয়োগ করলে ফল হবে।”

ধীরে ধীরে মাশরাফি সবকিছু আয়ত্ত করতে বলেছেন তাসকিনকে, ‘মূলত দুই তিনটা গ্রিপ দেখিয়েছেন। আর বলেছেন একসঙ্গে এত কিছু নিয়ে তো কাজ করা যাবে না।

যেহেতু সামনেই অনেক খেলা। আপাতত কাটার ট্রাই করতে বলেছেন। তো ওটাই দেখালেন। বললেন, যদি ভালো লাগে এটা চালিয়ে যেতে পার। এটা আয়ত্তে এলে আরেকটা।’

মাশরাফি সময় দেওয়া কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই পেসার, ‘ব্যস্ততার মাঝে মাশরাফি ভাই আমাকে সময় দিয়েছেন, এটা অনেক। আমার স্লোয়ার অন্যদের থেকে একটু দুর্বল। কাজেই আজ যে গ্রিপ দেখিয়েছেন, এগুলো আগেরগুলোর থেকে ভিন্ন।’

তবে পেসেই মূল মনোযোগ তার, ‘পেসের সঙ্গে আমার কোনো আপস নেই। আমি মোস্তাফিজ হতে পারব না। মোস্তাফিজ কাটার মাস্টার। আমি পেসের সঙ্গে একটু স্লোয়ার যোগ করছি আর কী।’

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

‘মেন্টর’ মাশরাফির কাছে কী শিখলেন তাসকিন?

আপডেট সময় ০৪:৪৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১

ক্রীড়া ডেক্স : হঠাৎ করে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সাবেক তারকা পেসার মাশরাফি মুর্তজা। দুই সপ্তাহ আগেও এখানে এসেছিলেন।

দুই সন্তানকে নিয়ে কিছুক্ষণ ঘুরেফিরে চলে গেছেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তাকে দেখা গেল বল করতে। তবে নিজে করেননি, দেখিয়ে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা তাসকিন আহমেদকে।

বেশ কিছুক্ষণ ধরে তাকে দেখিয়েছেন কিভাবে কোথায় বোলিং করতে হবে, বল ফেলতে হবে। তাসকিনকে দেখানোর সময় নিজেও কয়েকবার বোলিং করেছেন।

‘মেন্টর’ মাশরাফির কাছ থেকে কিছু সময়ে কী শিখলেন তাসকিন? গণমাধ্যমকে তিনি বললেন, “ভাইয়াকে (মাশরাফি) বলছিলাম একদিন সময় দেওয়ার জন্য। কারণ আমার আসলে পেস, সুইংয়ের উন্নতি হচ্ছে, কিন্তু আমি স্লোয়ারের দিক থেকে একটু পেছানো। স্লোয়ারের উন্নতি করতে চাই।

ভাইয়াকে বললাম, তিনি এসে কিছু গ্রিপ দেখালেন এবং বললেন, ‘যে একেক জনের অ্যাকশন একেক রকম হয়। এগুলো একটু চেষ্টা করে দেখতে পার।” আমার কাছে ভালো লাগল, কিছু কাটারের গ্রিপ দেখিয়েছেন। আশা করি এইগুলো প্রয়োগ করলে ফল হবে।”

ধীরে ধীরে মাশরাফি সবকিছু আয়ত্ত করতে বলেছেন তাসকিনকে, ‘মূলত দুই তিনটা গ্রিপ দেখিয়েছেন। আর বলেছেন একসঙ্গে এত কিছু নিয়ে তো কাজ করা যাবে না।

যেহেতু সামনেই অনেক খেলা। আপাতত কাটার ট্রাই করতে বলেছেন। তো ওটাই দেখালেন। বললেন, যদি ভালো লাগে এটা চালিয়ে যেতে পার। এটা আয়ত্তে এলে আরেকটা।’

মাশরাফি সময় দেওয়া কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই পেসার, ‘ব্যস্ততার মাঝে মাশরাফি ভাই আমাকে সময় দিয়েছেন, এটা অনেক। আমার স্লোয়ার অন্যদের থেকে একটু দুর্বল। কাজেই আজ যে গ্রিপ দেখিয়েছেন, এগুলো আগেরগুলোর থেকে ভিন্ন।’

তবে পেসেই মূল মনোযোগ তার, ‘পেসের সঙ্গে আমার কোনো আপস নেই। আমি মোস্তাফিজ হতে পারব না। মোস্তাফিজ কাটার মাস্টার। আমি পেসের সঙ্গে একটু স্লোয়ার যোগ করছি আর কী।’