ক্রীড়া ডেক্স : এবারের গ্রীষ্মকালীন দলবদল কত কিছু যে দেখাবে! লিওনেল মেসির বার্সা ছাড়ার মতো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে এবারের গ্রীষ্মকালীন দলবদলেই। মেসিই যদি ক্লাব বদল করে ফেলেন, ক্রিস্টিয়ানো রোনালদোই বা কীভাবে বসে থাকেন?
ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ইতালির বেশ কিছু নির্ভরযোগ্য সংবাদমাধ্যম জানিয়েছে, জুভেন্টাস ছাড়তে পারেন রোনালদো। তবে একেক দেশের সংবাদমাধ্যম রোনালদোর পরবর্তী গন্তব্য নিয়ে একেক কথা বলছে।
স্পেনের কথাই বলা যাক প্রথমে। রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লিগে খেলেই তো রোনালদোর আজকের রোনালদো হয়ে ওঠা।
স্পেনেরই সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতো গত রাতে একটা খবর দিয়েছে। চিরিঙ্গিতোর সাংবাদিক এদু আগিরে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি সাবেক শিষ্য রোনালদোকে ক্লাবে আনার জন্য উঠে পড়ে লেগেছেন।
আগিরে জানিয়েছেন, এর মধ্যেই রোনালদো আর তাঁর মুখপাত্র হোর্হে মেন্দেজের সঙ্গে আনচেলত্তির নিয়মিত যোগাযোগ হচ্ছে। দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এই খবর নিশ্চিতও করেছেন।
তবে আনচেলত্তি আগ্রহী হলেই যে রোনালদো রিয়ালে আবারও পা রাখবেন, এটা ভাবার কোনো কারণ নেই। রোমানো এভাবে ভাবছেনও না। রিয়ালে কে আসবে, এটা পুরোপুরিই নির্ভর করে একজনের ওপর। তিনি সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
রোমানো মনে করেন, পেরেজ যদি চান তাহলেই রোনালদো দলে আসবেন, অন্যথায় নয়। রিয়াল মাদ্রিদ জুভেন্টাসের কাছে রোনালদোর জন্য আনুষ্ঠানিক কোনো প্রস্তাবও পাঠায়নি বলে জানিয়েছেন রোমানো।
এদিকে ইংল্যান্ডের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, নেইমার, এমবাপ্পে, মেসির পর এবার রোনালদোর দিকেও হাত বাড়াচ্ছে পিএসজি। সেই খবর নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।
তাঁরা জানিয়েছে, এই মৌসুমে না হলেও, আগামী মৌসুমে রোনালদোকে অবশ্যই দলে টানবে ফরাসি চ্যাম্পিয়নরা। জুভেন্টাসের সঙ্গে রোনালদোর চুক্তি শেষ হচ্ছে আগামী বছর। চুক্তি নবায়নের আলোচনাও নাকি শুরু হয়নি রোনালদো আর জুভেন্টাসের। চুক্তি শেষ হওয়ার পরই রোনালদোর দিকে হাত বাড়াবে পিএসজি।
এবার মেসিকে যেভাবে ফ্রি তে দলে টানা গেছে, রোনালদোর ব্যাপারেও একই পরিকল্পনা করছে ফরাসি ক্লাবটি। শুধু রোনালদোই নয়, একইভাবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফরাসি মিডফিল্ডার পল পগবাকে আনার পরিকল্পনাও করছে তারা।
ওদিকে ইএসপিএন, বিটি স্পোর্টস, আরএমসি স্পোর্টসের নির্ভরযোগ্য ফরাসি সাংবাদিক ইউলিয়েন লরেন্সের মতে, পিএসজি এ বছরই রোনালদোকে দলে টানবে না। এ বছর পিএসজির পরবর্তী পরিকল্পনা এমবাপ্পেকে যেকোনো মূল্যে দলে ধরে রাখা, এমবাপ্পের চুক্তি নবায়ন করা।
তবে আগামী মৌসুমেও রোনালদোকে পিএসজি দলে আনবে কি না, সে ব্যাপারে সুস্পষ্টভাবে কিছু বলেননি লরেন্স। ওদিকে লরেন্সের কথার সঙ্গে মিলে যাচ্ছে ফ্যাব্রিজিও রোমানোর কথাও। তাঁর মতে, এই মৌসুমে মেসিকে আনার পর রোনালদোর ব্যাপারে পিএসজির একদমই কোনো আগ্রহ নেই। পিএসজির মূল লক্ষ্যই এখন এমবাপ্পেকে দলে রাখা।
ওদিকে ইতালিয়ান সংবাদমাধ্যম করিয়েল্লে দেল্লো স্পোর্ত জানিয়েছে, রোনালদো নিজেই ম্যানচেস্টার সিটিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। যে দাবি আবার উড়িয়ে দিয়েছেন রোমানো। তাঁর মতে, সিটির লক্ষ্য যেকোনো মূল্যে হ্যারি কেইনকে দলে আনা।