ক্রীড়া ডেস্ক : স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামীকাল শুরু হতে যাচ্ছে। তবে সিরিজ শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যাচ রেফারি ফিল হুইটিকেস।
তাই শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে ম্যাচ রেফারি বদল হচ্ছে বলে জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিবৃতি ইসিবি জানিয়েছে, করোনায় আক্রান্ত হুইটিকেস। গত শুক্রবার করানো পিসিআর টেস্টে করোনা পজিটিভ এসেছে তার।
হুইটিকেসের কোনো উপসর্গ নেই, ভালো আছেন তিনি। তবে ১০ দিনের আইসোলেশনে থাকতে হচ্ছে তাকে। তাই ম্যাচ অফিসিয়ালস তালিকায় পরিবর্তন হচ্ছে। তবে সিরিজ আয়োজনে কোন সমস্যা হবে না। সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-২০ সিরিজেও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছিলেন হুইটিকেস।
হুইটিকেসের সংস্পর্শে আসা ম্যাচ অফিসিয়ালস ও দুর্নীতি দমন ইউনিটসহ আরও সাতজনকে ১০ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে। প্রথম ওয়ানডের ম্যাচ অফিসিয়াল ক্রিস ব্রড এবং দুই আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড কেটেলব্রোও আছেন।