গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার সোহাদিয়া এলাকায় লরি-অটোরিকশা সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
শুক্রবার (২৫ জুন) সকাল ১১টার দিকে মাওনা-গফরগাঁও আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার তারাকান্দি এলাকার মৃত রইস উদ্দিনের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কে এম নাজমুল আহসান বলেন, রফিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে তিনি মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, লরিচাপায় অটোরিকশা চালক নিহতের ঘটনায় লরিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

নিউজ ভিশন টুডে ডেস্ক : 

























