ক্রীড়া ডেস্ক: কাতার ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব ও এএফসি এশিয়ান কাপে আফগানিস্তানের বিপক্ষে ড্র করেছেন জামাল ভূঁইয়ারা। এবার প্রতিপক্ষ ভারত।
আগের ম্যাচ ড্র হলেও এ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী কাতারে বসবাসরত বাংলাদেশিরা। সোমবার (৭ জুন) ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।
কাতারের স্থানীয় সময় বিকেল ৫টায় দোহা আলসাদ জাসীম বিন হামাদ স্টেডিয়ামে নামবে দু’দল।
কাতার ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব ও এএফসি এশিয়ান কাপে শক্তিশালী আফগানদের বিপক্ষে ড্র করে সামর্থ্যের প্রমাণ দিয়েছে লাল-সবুজের জার্সিধারী তপু-জামালরা।
আফগানদের বিপক্ষে ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে র্যাংকিংয়ে এগিয়ে থাকা ভারতকে রুখে দিয়ে জয় ছিনিয়ে আনবেন। এমন প্রত্যাশা কাতার প্রবাসী বাংলাদেশিদের।
কাতারে করোনার বিধিনিষেধের কারণে বাংলাদেশ ফুটবল দলের খেলা দেখার ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক প্রবাসীরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না।
তবে আগামী ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন প্রবাসীরা।
করোনার বিধিনিষেধের কারণে এই ম্যাচেও স্টেডিয়ামের ধারণা ক্ষমতার ৩০ শতাংশ দর্শক ম্যাচটি মাঠে বসে সরাসরি দেখার সুযোগ পাবেন।
কেবল করোনা ভ্যাকসিন দুই ডোজ দেওয়া আছে এমন ব্যক্তিরা অনলাইন থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন।