ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

বীরবিক্রম আব্দুস সবুর খান আর নেই

ডেক্স রিপোর্ট :করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীরবিক্রম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১২ এপ্রিল) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন তার ছেলে মাহমুদুর রহমান বিপ্লব।

তিনি জানান, গত ৮ এপ্রিল কিডনি, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যা নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা করার পর তার পজিটিভ আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

২০১৮ সালের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বীরবিক্রম আব্দুস সবুর খান।

আব্দুস সবুর খান বীরবিক্রম ছিলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একজন কাছের মানুষ। টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ছিলেন তিনি। জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নেরও প্রতিষ্ঠাতা আব্দুস সবুর খান। এছাড়া একটি প্রি-ক্যাডেট স্কুলও প্রতিষ্ঠা করেন তিনি।

ট্যাগস

পত্নীতলায় ঘাতক ট্রাক কেড়ে নিল শিশু মাহিনের প্রাণ

বীরবিক্রম আব্দুস সবুর খান আর নেই

আপডেট সময় ১২:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১

ডেক্স রিপোর্ট :করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীরবিক্রম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১২ এপ্রিল) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন তার ছেলে মাহমুদুর রহমান বিপ্লব।

তিনি জানান, গত ৮ এপ্রিল কিডনি, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যা নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা করার পর তার পজিটিভ আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

২০১৮ সালের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বীরবিক্রম আব্দুস সবুর খান।

আব্দুস সবুর খান বীরবিক্রম ছিলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একজন কাছের মানুষ। টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ছিলেন তিনি। জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নেরও প্রতিষ্ঠাতা আব্দুস সবুর খান। এছাড়া একটি প্রি-ক্যাডেট স্কুলও প্রতিষ্ঠা করেন তিনি।