রংপুর প্রতিনিধি: রংপুরের মনোহরপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে সাগর মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের মনোহরপুর শিংগীমারী ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর মিয়া (১৭) নগরীর বড়বাড়ি এলাকার একরামুল মিয়ার ছেলে বলে জানা যায়। স্থানীয়রা জানায়, সাগর মানসিক রোগী ছিলেন।
সকালে কোনো এক সময় সে রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে। পরে এলাকাবাসী সাড়ে ১০টার দিকে ট্রেন লাইনের পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।