ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

নওগাঁয় লাটি খেলা দেখতে হাজারো মানুষের ঢল

ইমরান হোসেন,  স্টাফ রিপোর্টার নওগাঁঃ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা লাঠি খেলা। যা দিন দিন হারি যেতে বসেছে। নওগাঁর পল্লীতে হয়ে গেল গেল জমকালো লাঠি খেলার আসর।

লাটিয়ালদের একে অপরকে ঘায়েল করার নান্দনিক কসরত দেখতে ঢল নামে নানা বয়সী হাজারো নারী পুরুষের । লাটিয়ালদের অসাধারণ নৈপন্য দেখে মুগ্ধ দশর্নাথীরা ।

আয়োজকরা জানান, ইংরেজী নতুন বছরে অপ সংস্কৃতি দুরে রেখে নতুন প্রজম্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি তুলে ধরতে এ লাটি খেলার আয়োজন ।

শুক্রবার দুপুরের পর থেকেই ছোট মাঠটি ভরে যায় নানা বয়সী মানুষের পদ চারনায় । সবার দৃষ্টি লাটিয়ায়ালদের দিকে । ঢাক ঢোলের বাদ্যর তালে বাহারী পোশাকে নান্দনিক কসরতে চলে লাটিয়ালদের মহড়া। বংশ পরম্মপরায় এ খেলার সাথে জড়িয়ে থাকা ৫০ উর্ধ থেকে তরুন প্রজম্মের একদল লাটিয়াল ছিল দর্শকদের আকর্ষন । চলে লাটির টাস টাস শদ্ধের সাথে একে অপর কে ঘায়েল করার তুমুল প্রতিযোগিতা।

পৌষের শীতে পড়ন্ত বিকেলে রোদের উঞ্চ গরমে গ্রাম বাংলার মানুষের সময়টা কাটছে অখন্ড অবসরে । আর সেই অবসর কে মাতিয়ে তুলতে নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর গ্রামে আয়োজন করা হয় গ্রামীণ ঐতিহ্যবাহী লাটি খেলা ।

আশপাশের গ্রাম গুলো থেকে হাজারো নারী পুরুষ ছাড়াও নানা বয়সী মানুষের ঢল নামে মনোজ্ঞ লাটিয়ালদের কসরত উপভোগ করতে।

একে অপরকে লাটি দিয়ে হামলা আর পাল্টা হামলার মনোজ্ঞ খেলা দেখে মুগ্ধ দর্শনার্থীরা । খেলা দেখতে আসা বেশ ক-জন বলেন, আমরা পরিবার নিয়ে এসেছি খেলা দেখতে । আগে টিভি আর ইউটিউবে দেখতাম এখন সরাসরি দেখছি খুব ভাল লাগছে ।

দর্শকদের আগ্রহ আর ভালবাসায় এখনো টিকিয়ে রেখেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা। শত বছরের পুরনো এ খেলা ধরে রাখতে সরকারী পৃষ্টপোষকতা চান খেলোয়াররা ।

খেলায় অংশ নেওয়া রাণীনগরের কাশিম পুর থেকে আসা লাটিয়াল ময়েন উদ্দিন মন্ডল, আব্দুর রহমান সহ কয়েকজন জানান, ৬০ বছর ধওে এ খেলা ধরে রেখেছি। তবে সরকারের সহযোগিতা না পেলে হারিয়ে যাবে । হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাকে নুতন প্রজম্মেন কাছে তুলে ধরে সুস্থ ধরা ও বিনোদন দিতে আগামীতেও এর ধারা বাহিকতা ধরে রাখতে চান আয়োজক ।

চুৃন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: বেদারুল ইসলাম মুকুল বলেন, আমি খেলাধুলা ভাল বাসি,  গ্রামীণ খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারা বজায় রাখার জন্য নিজের টাকা খরচ করে ইউনিয়ন বাসীকে খেলা উপভোগ করাই ।

খেলায় ২২ জন লাটিয়াল লাটি খেলা ছাড়াও গ্রাম বাংলার নানা বৈচিত্রময় ক্রীড়া নৈপুন্য তুলে ধরে দর্শকদের সামনে । যা ছিল উপভোগ করার মতো

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

নওগাঁয় লাটি খেলা দেখতে হাজারো মানুষের ঢল

আপডেট সময় ০৮:২৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১

ইমরান হোসেন,  স্টাফ রিপোর্টার নওগাঁঃ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা লাঠি খেলা। যা দিন দিন হারি যেতে বসেছে। নওগাঁর পল্লীতে হয়ে গেল গেল জমকালো লাঠি খেলার আসর।

লাটিয়ালদের একে অপরকে ঘায়েল করার নান্দনিক কসরত দেখতে ঢল নামে নানা বয়সী হাজারো নারী পুরুষের । লাটিয়ালদের অসাধারণ নৈপন্য দেখে মুগ্ধ দশর্নাথীরা ।

আয়োজকরা জানান, ইংরেজী নতুন বছরে অপ সংস্কৃতি দুরে রেখে নতুন প্রজম্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি তুলে ধরতে এ লাটি খেলার আয়োজন ।

শুক্রবার দুপুরের পর থেকেই ছোট মাঠটি ভরে যায় নানা বয়সী মানুষের পদ চারনায় । সবার দৃষ্টি লাটিয়ায়ালদের দিকে । ঢাক ঢোলের বাদ্যর তালে বাহারী পোশাকে নান্দনিক কসরতে চলে লাটিয়ালদের মহড়া। বংশ পরম্মপরায় এ খেলার সাথে জড়িয়ে থাকা ৫০ উর্ধ থেকে তরুন প্রজম্মের একদল লাটিয়াল ছিল দর্শকদের আকর্ষন । চলে লাটির টাস টাস শদ্ধের সাথে একে অপর কে ঘায়েল করার তুমুল প্রতিযোগিতা।

পৌষের শীতে পড়ন্ত বিকেলে রোদের উঞ্চ গরমে গ্রাম বাংলার মানুষের সময়টা কাটছে অখন্ড অবসরে । আর সেই অবসর কে মাতিয়ে তুলতে নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর গ্রামে আয়োজন করা হয় গ্রামীণ ঐতিহ্যবাহী লাটি খেলা ।

আশপাশের গ্রাম গুলো থেকে হাজারো নারী পুরুষ ছাড়াও নানা বয়সী মানুষের ঢল নামে মনোজ্ঞ লাটিয়ালদের কসরত উপভোগ করতে।

একে অপরকে লাটি দিয়ে হামলা আর পাল্টা হামলার মনোজ্ঞ খেলা দেখে মুগ্ধ দর্শনার্থীরা । খেলা দেখতে আসা বেশ ক-জন বলেন, আমরা পরিবার নিয়ে এসেছি খেলা দেখতে । আগে টিভি আর ইউটিউবে দেখতাম এখন সরাসরি দেখছি খুব ভাল লাগছে ।

দর্শকদের আগ্রহ আর ভালবাসায় এখনো টিকিয়ে রেখেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা। শত বছরের পুরনো এ খেলা ধরে রাখতে সরকারী পৃষ্টপোষকতা চান খেলোয়াররা ।

খেলায় অংশ নেওয়া রাণীনগরের কাশিম পুর থেকে আসা লাটিয়াল ময়েন উদ্দিন মন্ডল, আব্দুর রহমান সহ কয়েকজন জানান, ৬০ বছর ধওে এ খেলা ধরে রেখেছি। তবে সরকারের সহযোগিতা না পেলে হারিয়ে যাবে । হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাকে নুতন প্রজম্মেন কাছে তুলে ধরে সুস্থ ধরা ও বিনোদন দিতে আগামীতেও এর ধারা বাহিকতা ধরে রাখতে চান আয়োজক ।

চুৃন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: বেদারুল ইসলাম মুকুল বলেন, আমি খেলাধুলা ভাল বাসি,  গ্রামীণ খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারা বজায় রাখার জন্য নিজের টাকা খরচ করে ইউনিয়ন বাসীকে খেলা উপভোগ করাই ।

খেলায় ২২ জন লাটিয়াল লাটি খেলা ছাড়াও গ্রাম বাংলার নানা বৈচিত্রময় ক্রীড়া নৈপুন্য তুলে ধরে দর্শকদের সামনে । যা ছিল উপভোগ করার মতো


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471