ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

ক্যারিয়ারসেরা বোলিং মুজিবউর রহমানের ৫ উইকেট (ভিডিও)

ক্রীড়া ডেক্সঃ  টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং উপহার দিলেন আফগান অফস্পিনার মুজিব উর রহমান। কিন্তু জিততে পারল না তার দল।

তীরে এসে তরী ডুবল ব্রিসবেন হিটের। বিগ ব্যাশ লিগে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে হোবার্ট হারিকেনসের কাছে মাত্র ১ রানে হেরে গেছে দলটি।

শেষ ওভারে ব্রিসবেন হিটের দরকার ছিল ৭ রান, হাতে ৩ উইকেট। কিন্তু বোলার স্কট বোল্যান্ড ওই ওভারটিতে নিজের স্নায়ু ধরে রাখলেন দারুণভাবে। সেট ব্যাটসম্যান জেমস বাজলে (৩১ বলে অপরাজিত ৪৯) আর মার্ক স্টেকেতে মিলে নিতে পারলেন মাত্র ৫ রান।

এর আগে মুজিব উর রহমানের ঘূূর্ণি জাদুতে ইনিংসের দুই বল বাকি থাকতেই ১৫০ রানে গুটিয়ে যায় হোবার্ট হারিকেনস। ডেভিড মালান ৩২ বলে ৩৯ আর টিম ডেভিড ১৭ বলে করেন ৩৬ রান।

মুজিব উর রহমান ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৫ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। মজার ব্যাপার হলো, এই উইকেটগুলো নিতে কারও সাহায্যের দরকার পড়েনি আফগান অফস্পিনারের।

বেন ম্যাকডরমট, ডেভিড মালান, উইল পার্কার, স্কট বোল্যান্ড- চার ব্যাটসম্যানকে পরিষ্কার বোল্ড আউটে সাজঘরে ফিরিয়েছেন মুজিব। কেমো পলকে বানিয়েছেন নিজেরই ফিরতি ক্যাচ। দল হারলেও ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে তারই হাতে।

 

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

ক্যারিয়ারসেরা বোলিং মুজিবউর রহমানের ৫ উইকেট (ভিডিও)

আপডেট সময় ০৬:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০

ক্রীড়া ডেক্সঃ  টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং উপহার দিলেন আফগান অফস্পিনার মুজিব উর রহমান। কিন্তু জিততে পারল না তার দল।

তীরে এসে তরী ডুবল ব্রিসবেন হিটের। বিগ ব্যাশ লিগে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে হোবার্ট হারিকেনসের কাছে মাত্র ১ রানে হেরে গেছে দলটি।

শেষ ওভারে ব্রিসবেন হিটের দরকার ছিল ৭ রান, হাতে ৩ উইকেট। কিন্তু বোলার স্কট বোল্যান্ড ওই ওভারটিতে নিজের স্নায়ু ধরে রাখলেন দারুণভাবে। সেট ব্যাটসম্যান জেমস বাজলে (৩১ বলে অপরাজিত ৪৯) আর মার্ক স্টেকেতে মিলে নিতে পারলেন মাত্র ৫ রান।

এর আগে মুজিব উর রহমানের ঘূূর্ণি জাদুতে ইনিংসের দুই বল বাকি থাকতেই ১৫০ রানে গুটিয়ে যায় হোবার্ট হারিকেনস। ডেভিড মালান ৩২ বলে ৩৯ আর টিম ডেভিড ১৭ বলে করেন ৩৬ রান।

মুজিব উর রহমান ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৫ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। মজার ব্যাপার হলো, এই উইকেটগুলো নিতে কারও সাহায্যের দরকার পড়েনি আফগান অফস্পিনারের।

বেন ম্যাকডরমট, ডেভিড মালান, উইল পার্কার, স্কট বোল্যান্ড- চার ব্যাটসম্যানকে পরিষ্কার বোল্ড আউটে সাজঘরে ফিরিয়েছেন মুজিব। কেমো পলকে বানিয়েছেন নিজেরই ফিরতি ক্যাচ। দল হারলেও ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে তারই হাতে।

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471