ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনার কারণে স্থগিত হয়েছে দুটি ফুটবল বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক: করোনা ভাইরাসের কারণে থমেক গিয়েছিল ক্রীড়াঙ্গন। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করেছে। মাঠে গড়িয়েছে ফুটবল-ক্রিকেটসহ বেশকিছু ক্রীড়া ইভেন্ট। তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি।

করোনার কারণে স্থগিত হয়েছে দুটি ফুটবল বিশ্বকাপ। আগামী বছর বয়সভিত্তিক ফুটবলের জোড়া বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। ছেলেদের অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের দুটি আসরই ২০২১ এর বদলে ২০২৩ সালে হবে।

বৃহস্পতিবার ফিফা কাউন্সিল ব্যুরো এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হওয়ার কথা ছিল।

২০২৩ সালে এই দুটি দেশেই বিশ্বকাপ দুটি অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের প্রকোপ না কমায় ছোটদের এই দুটি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কোভিড-১৯ এখনো বড় চ্যালেঞ্জ।

এখনো যেকোনো দেশে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজক দেশ এবং সংশ্লিষ্ট কনফেডারেশনের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। এটা পরিষ্কার যে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।’

এরই মধ্যে দুই দেশই তাদের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি অনেকটাই সম্পন্ন করেছিল। এ কারণে দুই দেশকেই কৃতজ্ঞতা জানিয়েছে ফিফা।

ট্যাগস
সর্বাধিক পঠিত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

করোনার কারণে স্থগিত হয়েছে দুটি ফুটবল বিশ্বকাপ

আপডেট সময় ০৬:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০

ক্রীড়া ডেস্ক: করোনা ভাইরাসের কারণে থমেক গিয়েছিল ক্রীড়াঙ্গন। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করেছে। মাঠে গড়িয়েছে ফুটবল-ক্রিকেটসহ বেশকিছু ক্রীড়া ইভেন্ট। তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি।

করোনার কারণে স্থগিত হয়েছে দুটি ফুটবল বিশ্বকাপ। আগামী বছর বয়সভিত্তিক ফুটবলের জোড়া বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। ছেলেদের অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের দুটি আসরই ২০২১ এর বদলে ২০২৩ সালে হবে।

বৃহস্পতিবার ফিফা কাউন্সিল ব্যুরো এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হওয়ার কথা ছিল।

২০২৩ সালে এই দুটি দেশেই বিশ্বকাপ দুটি অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের প্রকোপ না কমায় ছোটদের এই দুটি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কোভিড-১৯ এখনো বড় চ্যালেঞ্জ।

এখনো যেকোনো দেশে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজক দেশ এবং সংশ্লিষ্ট কনফেডারেশনের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। এটা পরিষ্কার যে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।’

এরই মধ্যে দুই দেশই তাদের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি অনেকটাই সম্পন্ন করেছিল। এ কারণে দুই দেশকেই কৃতজ্ঞতা জানিয়েছে ফিফা।