ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

দিনাজপুরে আমড়া সীমান্ত থেকে প্রবাসীর লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আমড়া সীমান্ত থেকে বেলাল হোসেন (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশির হাত কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার আমড়া সীমান্তের জলেশ্বরী মিরপুর এলাকার ৩০১ মেইন পিলারের ১৪ সাব পিলারের বাংলাদেশ অভ্যন্তরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার জলেশ্বরী মিরপুর এলাকার মৃত ওসমান হোসেনের ছেলে। তিনি চার বছর কাতার থেকে গত দেড় মাস আগে বাড়িতে আসেন।

ফুলবাড়ী ২৯ বিজিব অধিনায়ক লে. কর্নেল শরিফউল্লাহ আবেদ জানান, বেলাল হোসেনের সঙ্গে ওই এলাকার কয়েকজনের দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। ফুলবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

ফুলবাড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম জানান, মরদেহ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে নিয়মিত হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

পত্নীতলায় ঘাতক ট্রাক কেড়ে নিল শিশু মাহিনের প্রাণ

দিনাজপুরে আমড়া সীমান্ত থেকে প্রবাসীর লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:৫৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আমড়া সীমান্ত থেকে বেলাল হোসেন (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশির হাত কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার আমড়া সীমান্তের জলেশ্বরী মিরপুর এলাকার ৩০১ মেইন পিলারের ১৪ সাব পিলারের বাংলাদেশ অভ্যন্তরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার জলেশ্বরী মিরপুর এলাকার মৃত ওসমান হোসেনের ছেলে। তিনি চার বছর কাতার থেকে গত দেড় মাস আগে বাড়িতে আসেন।

ফুলবাড়ী ২৯ বিজিব অধিনায়ক লে. কর্নেল শরিফউল্লাহ আবেদ জানান, বেলাল হোসেনের সঙ্গে ওই এলাকার কয়েকজনের দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। ফুলবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

ফুলবাড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম জানান, মরদেহ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে নিয়মিত হত্যা মামলার প্রস্তুতি চলছে।