বর্ণবাদ বিতর্কে আবারও উত্তাল হয়ে উঠেছে ইউরোপিয়ান ফুটবল। এবার বর্ণবাদের বিতর্কে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও বাসাকসেহির মধ্যকার ম্যাচটি বন্ধ হয়ে গেছে।
পিএসজির মাঠে নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের মুখোমুখি হয়েছিল আগেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া বাসাকসেহির।
ম্যাচের ১৪ মিনিটে টাচলাইনে দাঁড়িয়ে তর্ক করায় বাসাকসেহির সহকারী কোচ পিয়েরে ওয়েবোকে লাল কার্ড দেখান রেফারি। এর মধ্যে দিয়ে উত্তপ্ত হয়ে উঠে মাঠ। টাচলাইনের দাঁড়িয়ে বর্ণবাদের অভিযোগ তোলেন বাসাকসেহির ক্যামেরুনিয়ান স্ট্রাইকার ওয়েবো। সুর মেলান বাসাকসেহিরের অন্য স্টাফ ও খেলোয়াড়রা। এরপর বাসাকসেহের ফুটবলাররা মাঠ ছেড়ে চলে যান।
কিছুক্ষণ পর মাঠ ছাড়েন নেইমরা-এমবাপ্পেরাও। ম্যাচটি পুনরায় শুরু হবে আজ রাত ১১ টা ৫৫ মিনিটে। সেখানে ম্যাচ পরিচালনার জন্য থাকবে থাকবে না আগের ম্যাচের কোনো রেফারি।