ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ‘মিয়ানমার নৌবাহিনীর গুলিতে’ বাংলাদেশি জেলে আহত Logo সাম্প্রদায়িক উসকানিতে পা না দিয়ে দেশবাসীকে সজাগ থাকাতে হবে: মামুনুল হক Logo ঝালকাঠিতে সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা Logo চীন সরকারের আমন্ত্রণে, চীন সফরে গেলেন জামায়াত ও অন্যান্য দলের প্রতিনিধিরা Logo ১৫ বছর পর রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিভারপুলের জয় Logo ২০০ টাকার হিসাব দিতে না পারায় স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর Logo কর ফাঁকির ২ মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি Logo এই ইসকন জঙ্গি, তারা স্বৈরাচারের সঙ্গী: হাসনাত আবদুল্লাহ Logo জটিলতা কাটিয়ে হিলি দিয়ে আসছে পেঁয়াজ Logo নওগাঁর পত্নীতলায় আমনের ভালো ফলন কাঙ্ক্ষিত দাম নিশ্চিত করার দাবি চাষিদের

মোশাররফ করিম এর নতুন নাটক ‘উহার চেয়ে ইহাই উত্তম’

বিনোদন ডেস্ক: কালাম গ্রামের একজন খেটে খাওয়া সহজ সরল মানুষ। যে মানুষগুলোর আর্থিক অভাব-অনটন থাকলেও আনন্দ-ফুর্তির কোনো কমতি নেই। কালাম ও রেনুর অভাবের সংসারে সাধ্যের সবটুকু উজাড় করে দিয়ে একে অপরকে ভালোবাসে।

কিন্তু কালাম অভাবের জন্য বৌয়ের শখ পূরণ করতে না পারার অনুশোচনায় ভোগে সব সময়। তাই কৃষি কাজ ছেড়ে ব্যবসা-বাণিজ্য করে অনেক টাকা আয় করার চিন্তা সব সময় ঘুরপাক খায় তার মাথায়।

বউয়ের কাছে বাবা হওয়ার খবর পেয়ে তার এই অভাবের সংসারে সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়।তাই নিজের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে শহর থেকে আসা এক যুবকের হাত ধরে ঢাকায় আসেন কালাম।

সহজ-সরল কালাম ঢাকায় এসে যুবকের প্লান অনুযায়ী বিভিন্ন কাজ করে। তার গ্রামের কাজের তুলনায় খুবই অল্প কাজ করে সে অপত্যাশিতভাবে অনেক বেশি টাকা পেতে থাকে।

একটি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যময় জীবনের স্বপ্নে বিভোর হয়ে যায় কালাম। কিন্তু হঠাৎ একদিন পুলিশের কাছে ধরা খেয়ে কালাম জানতে পারে সে নিজের ভাগ্য পরিবর্তন করতে এসে একটি স্মাগলিং গ্রুপের সাথে জড়িয়ে গেছে এবং তাকে নিয়ে আসা এই যুবক পুলিশের মোস্ট ওয়ান্টেড স্মাগলার। কালাম কী পুলিশের হাত থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে?

এমনই একটি গল্পের নাটকে কালাম চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে। নাটকের নাম ‘উহার চেয়ে ইহাই উত্তম’। নাটকটি রচনা চিত্রনাট্য ও পরিচালনা সোহেল হাসান।

নাটকের প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এমন গল্প সাধারণত টিভিতে দর্শক তেমন দেখতে পান না আজকাল। এই গল্পটি একদমই আলাদা চরিত্রে মোশররফ করিম ভাইকে আমরা উপস্থাপন করেছি। তার অভিনয় আসলেই প্রসংশা পাওয়ার যোগ্য।

খুব ভালো একটি কাজ সবার সহযোগিতা হয়েছে এবং সকল অভিনেতা অভিনেত্রীরা হেল্পফুল ছিলেন। আশা করছি দারুণ কিছু একটা হবে।’ এই নাটকে আরও অভিনয় করেছেন অনিক ,শাহনেওয়াজ রিপন ও আরো অনেকে।

গত সপ্তাহে পুবাইল, উত্তরা ও ঢাকার বিভিন্নস্থানে নাটকের শুটিং শেষ হয়। খুব শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচারিত করা হবে বলে জানিয়েছেন পরিচালক।

ট্যাগস
সর্বাধিক পঠিত

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ‘মিয়ানমার নৌবাহিনীর গুলিতে’ বাংলাদেশি জেলে আহত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

মোশাররফ করিম এর নতুন নাটক ‘উহার চেয়ে ইহাই উত্তম’

আপডেট সময় ০৮:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০

বিনোদন ডেস্ক: কালাম গ্রামের একজন খেটে খাওয়া সহজ সরল মানুষ। যে মানুষগুলোর আর্থিক অভাব-অনটন থাকলেও আনন্দ-ফুর্তির কোনো কমতি নেই। কালাম ও রেনুর অভাবের সংসারে সাধ্যের সবটুকু উজাড় করে দিয়ে একে অপরকে ভালোবাসে।

কিন্তু কালাম অভাবের জন্য বৌয়ের শখ পূরণ করতে না পারার অনুশোচনায় ভোগে সব সময়। তাই কৃষি কাজ ছেড়ে ব্যবসা-বাণিজ্য করে অনেক টাকা আয় করার চিন্তা সব সময় ঘুরপাক খায় তার মাথায়।

বউয়ের কাছে বাবা হওয়ার খবর পেয়ে তার এই অভাবের সংসারে সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়।তাই নিজের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে শহর থেকে আসা এক যুবকের হাত ধরে ঢাকায় আসেন কালাম।

সহজ-সরল কালাম ঢাকায় এসে যুবকের প্লান অনুযায়ী বিভিন্ন কাজ করে। তার গ্রামের কাজের তুলনায় খুবই অল্প কাজ করে সে অপত্যাশিতভাবে অনেক বেশি টাকা পেতে থাকে।

একটি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যময় জীবনের স্বপ্নে বিভোর হয়ে যায় কালাম। কিন্তু হঠাৎ একদিন পুলিশের কাছে ধরা খেয়ে কালাম জানতে পারে সে নিজের ভাগ্য পরিবর্তন করতে এসে একটি স্মাগলিং গ্রুপের সাথে জড়িয়ে গেছে এবং তাকে নিয়ে আসা এই যুবক পুলিশের মোস্ট ওয়ান্টেড স্মাগলার। কালাম কী পুলিশের হাত থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে?

এমনই একটি গল্পের নাটকে কালাম চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে। নাটকের নাম ‘উহার চেয়ে ইহাই উত্তম’। নাটকটি রচনা চিত্রনাট্য ও পরিচালনা সোহেল হাসান।

নাটকের প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এমন গল্প সাধারণত টিভিতে দর্শক তেমন দেখতে পান না আজকাল। এই গল্পটি একদমই আলাদা চরিত্রে মোশররফ করিম ভাইকে আমরা উপস্থাপন করেছি। তার অভিনয় আসলেই প্রসংশা পাওয়ার যোগ্য।

খুব ভালো একটি কাজ সবার সহযোগিতা হয়েছে এবং সকল অভিনেতা অভিনেত্রীরা হেল্পফুল ছিলেন। আশা করছি দারুণ কিছু একটা হবে।’ এই নাটকে আরও অভিনয় করেছেন অনিক ,শাহনেওয়াজ রিপন ও আরো অনেকে।

গত সপ্তাহে পুবাইল, উত্তরা ও ঢাকার বিভিন্নস্থানে নাটকের শুটিং শেষ হয়। খুব শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচারিত করা হবে বলে জানিয়েছেন পরিচালক।