সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নূর মোহাম্মদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মদ্দাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ ভাটিপাড়া এলাকার মদ্দাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ বছর ধরে দিরাই উপজেলার ভাটিপাড়া মদ্দাপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ভাটিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহেদ চৌধুরীর সমর্থক দিল হক ও একই এলাকার যুক্তরাজ্য প্রবাসী মুকিত চৌধুরী পক্ষের নূর জালালের মধ্যে জলমহাল ও জায়গা নিয়ে বিরোধ চলে আসছে।
গত এক বছর ধরে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত কয়েক দিন ধরে উত্তেজনা চরমে পৌঁছালে সোমবার (১২ অক্টোবর) মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দিল হক ও নূর জালালের লোকজন মঙ্গলবার সকালে সংঘর্ষে লিপ্ত হয়।
এতে দেশীয় অস্ত্রের আঘাতে নূর জালালের ভাই নুর মোহাম্মদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে একজন মারা গেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।