মাহবুবুজ্জামান সেতু,মান্দা, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচনে দলীয় প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়ার পর সোমবার সকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে।
উল্লেখ্য,গত রোববার (০৪ অক্টোবর) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মাঝে নৌকা ও ধানের শীষের প্রতিক বরাদ্দ দেয়া হয়। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।
জানা গেছে, আগামি ২০ অক্টোবর মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন।
এরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকে ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসএম আহসান হাবীব।
এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মনোনয়নপত্র জমা না দেয়ায় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন।