ক্রীড়া ডেস্কঃ পাকিস্তানের ওপেনিং জুটি নিয়ে দুশ্চিন্তাটা বেশ অনেক দিনের। সাঈদ আনোয়ারের মানের একজন ওপেনার তারা খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত। দীর্ঘদিন পর কিংবদন্তি সেই ওপেনারকে মনে করালেন শান মাসুদ।
সাঈদ আনোয়ারের মতোই বাঁহাতি। টেস্ট খেলার টেম্পারমেন্টটা বেশ আছে শান মাসুদের। ইংল্যান্ডের বাউন্সি পিচেও তিনি দেখিয়ে দিচ্ছেন, ধৈর্য ধরলে সব জায়গায়ই রান করা যায়।
ওল্ড ট্রাফোর্ডে সিরিজের প্রথম টেস্টে অ্যান্ডারসন-ব্রডদের তোপ সামলে দলকে এগিয়ে নিচ্ছেন মাসুদ। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। পাকিস্তানি ওপেনার ১০ বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৭৭ রানে। বল খেলে ফেলেছেন ২২৫টি।
টেস্টে ইংল্যান্ডের মাটিতে গত ২৪ বছরে ২০০-এর বেশি বল মোকাবেলা করতে পারেননি কোনো পাকিস্তানি ওপেনার। সর্বশেষ এই রেকর্ডটি ছিল সাঈদ আনোয়ারের। ১৯৯৬ সালে ওভালে দুইশর বেশি বল খেলেছিলেন তিনি।
ওল্ড ট্রাফোর্ডে চলতি টেস্টে শান মাসুদের ব্যাটে চড়েই এগোচ্ছে পাকিস্তান। দারুণ খেলতে থাকা বাবর আজম ৬৯ রানে সাজঘরে ফেরার পর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে ফেলে সফরকারিরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৮৭ রান। শান মাসুদ ৭৭ আর শাদাব খান অপরাজিত আছেন ১ রানে।