লালমনিরহাট প্রতিনিধিঃ মসজিদ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ফজলুল হক (৬৮) নামে এক মসজিদের খাদেমের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার কাকিনা কেন্দ্রীয় জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক উপজেলার কাকিনা বাজার এলাকার বাসিন্দা ও কাকিনা কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, প্রায় ৪০ বছর থেকে কাকিনা কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম হিসেবে কাজ করেন ফজলুল হক। দুপুরে মসজিদ ও-
আশপাশের আগাছা পরিষ্কার করার সময় অসাবধানতাবশত পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে স্থানীয় মুসুল্লিরা তাকে খোঁজাখুঁজি করলে দেখতে পায় একটি বৈদ্যুতিক তারে আটকে আছেন খাদেম ফজলুল হক। এ সময় আত্মচিৎকারে মুসুল্লিরা ছুটে গিয়ে তারে আটকে থাকা ফজলুল হকের মরদেহটি উদ্ধার করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কাকিনা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক বলেন, পরিবারের সঙ্গে কথা বলে বিকালে নিহতের লাশ দাফনের ব্যবস্থা করা হবে।