প্রযুক্তি ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯ মহামারির মধ্যে শারীরিক দূরত্ব নিশ্চিত করে যাকাত, আর্থিক প্রণোদনা এবং ওএমএসের চাল বিতরণসহ বিভিন্ন কাজে ব্যবহার উপযোগী একটি মোবাইল অ্যাপলিকেশন তৈরি করা হয়েছে।
অ্যাপটির নাম রিলিফ ট্র্যাকার। জার্মান প্রবাসী কম্পিউটার বিজ্ঞানী শহিদুজ্জামান বাপ্পি ও তার বন্ধু রায়হান আহমেদ অ্যাপটি বানিয়েছেন।
শুক্রবার (১ মে) থেকেই গুগলের প্লে-স্টোরে পাওয়া যাবে অ্যাপ্লিকেশনটি।
এটি প্রণোদনা বা ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ডিজিটালি নিয়ন্ত্রণ হবে। যারা ত্রাণ বা সেবা পাবেন বা পাচ্ছেন তারা ডেটাবেজে চলে আসবেন। প্রণোদনা বা ত্রাণ চুরিরোধেও কাজ করবে এটি।
দেশের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বা ব্যক্তি যে কেউ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে প্রণোদনা ও ত্রাণ দিলে সহজীকরণ ও স্বচ্ছ হবে হবে বলে প্রত্যাশা উদ্ভাবকদের।
অ্যাপটিতে যেতে এই লিঙ্কে ক্লিক করুন- https://play.google.com/store/apps/details?id=com.cdb.bd&fbclid=IwAR2LcetbbcwK_6pP38gg_NGs35td6xTJDBqndF-lb33GH39LeF8lw215kyE