ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। তিনি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এই ঘোষণা দিয়েছেন।

রবিবার, ১২ জানুয়ারি, ট্রাম্প ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে বলা হয়েছে, তিনি ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে, ৩ জানুয়ারি, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সামরিক বাহিনী একটি অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে নিউ ইয়র্ক সিটিতে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে অভিযোগের বিচার চলমান। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।

মাদুরোকে অপহরণের সময় ভেনেজুয়েলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন।

ভেনেজুয়েলা জ্বালানি তেলের সমৃদ্ধ দেশ। মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের পর ট্রাম্প ঘোষণা করেন, দেশটির তেল সম্পদের তদারক এখন থেকে যুক্তরাষ্ট্র করবে। কয়েক দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে এবং দেশের সরকারের সংস্কারে সক্রিয় ভূমিকা রাখবে। পরবর্তীতে ‘উপযুক্ত সময়ে’ তেলের পূর্ণ মালিকানা ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে।

মাদুরোকে অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। ভেনেজুয়েলার সেনাবাহীর পক্ষ থেকেও ডেলসিকে সমর্থন জানানো হয়।

ট্যাগস

নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প!

আপডেট সময় ১২:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। তিনি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এই ঘোষণা দিয়েছেন।

রবিবার, ১২ জানুয়ারি, ট্রাম্প ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে বলা হয়েছে, তিনি ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে, ৩ জানুয়ারি, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সামরিক বাহিনী একটি অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে নিউ ইয়র্ক সিটিতে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে অভিযোগের বিচার চলমান। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।

মাদুরোকে অপহরণের সময় ভেনেজুয়েলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন।

ভেনেজুয়েলা জ্বালানি তেলের সমৃদ্ধ দেশ। মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের পর ট্রাম্প ঘোষণা করেন, দেশটির তেল সম্পদের তদারক এখন থেকে যুক্তরাষ্ট্র করবে। কয়েক দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে এবং দেশের সরকারের সংস্কারে সক্রিয় ভূমিকা রাখবে। পরবর্তীতে ‘উপযুক্ত সময়ে’ তেলের পূর্ণ মালিকানা ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে।

মাদুরোকে অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। ভেনেজুয়েলার সেনাবাহীর পক্ষ থেকেও ডেলসিকে সমর্থন জানানো হয়।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481