বাংলাদেশে এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, ফলে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে বাজারে এলপি গ্যাস বিক্রি আবার শুরু হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদের সঙ্গে বৈঠকের পরে।
গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান জানান, ভোক্তা অধিকার রক্ষা সম্পর্কিত অভিযান বন্ধ থাকলেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ব্যবসায়ীরা আরও দাবি করেছেন, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৫০০ টাকায় স্থির করা হোক।
এর আগে দেশের ক্রমবর্ধমান এলপিজি সংকট এবং মূল্য অস্থিরতার কারণে সরকার আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছিল। পাশাপাশি এলপি গ্যাস আমদানির জন্য ব্যাংক ঋণ ও এলসি খোলার প্রক্রিয়া সহজ করার ব্যবস্থাও নেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এলপি গ্যাসকে ‘গ্রিনফুয়েল’ হিসেবে বিবেচনা করে কর কাঠামো পুনর্বিন্যাসের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি পাঠিয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোর কাছে চিঠি দেওয়া হয়েছে যাতে এলপিজি আমদানির জন্য ঋণ এবং এলসি আবেদন অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হয়।
গত বুধবার রাতে দেশজুড়ে অভিযান ও জরিমানার প্রেক্ষাপটে গ্যাস ব্যবসায়ীরা সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি বন্ধ ঘোষণা করেছিল। বৃহস্পতিবার থেকে তারা কর্মসূচির অংশ হিসেবে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও নির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত রাখার কথা বলেছিল।

স্টাফ রিপোর্টার: 




















