ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কাল থেকে অনলাইনে জামিননামা এক ক্লিকেই পৌঁছাবে কারাগারে: আইন উপদেষ্টা

হয়রানি কমাতে আগামীকাল বুধবার থেকে আসামিকে অনলাইনে জামিননামা পাঠানো হবে। জামিন পাওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে সংশ্লিষ্ট কারাগারে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি। কারো কোনো সহযোগিতা ছাড়া। কাল অনলাইন জামিননামা (বেইল বন্ড) উদ্বোধন করবো।

আইন উপদেষ্টা বলেন, একটা লোক জামিন পাওয়ার আদালত থেকে শুরু করে ছাড়া (মুক্তি) পাওয়া পর্যন্ত ১২টা প্রক্রিয়াতে যেতে হয়। কোনো কোনো ধাপে টাকা দিতে হয়। ১২টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে যেখানে আসামি আছে। এটা সরকারের টাকা দিয়ে করেছি। কারো সহযোগিতা লাগেনি।

ড. আসিফ নজরুল আরও বলেন, “এবার পাইলট প্রকল্প চালু করা হচ্ছে। আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছাবে। এটা সরকারের নিজস্ব অর্থায়নে সম্পন্ন করা হয়েছে, কোনো বাহ্যিক সহযোগিতা ছাড়া।”

তিনি জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে আসামিদের প্রয়োজনীয় জটিলতা ও অতিরিক্ত ব্যয় কমানো সম্ভব হবে।

এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় তৈরির কাজ অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হবে। এছাড়া আইন, গুমের আইন, দুদক আইন এবং হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, ব্যারিস্টার অনীক আর হকসহ অন্যান্য আইনজ্ঞরা।

ট্যাগস

কাল থেকে অনলাইনে জামিননামা এক ক্লিকেই পৌঁছাবে কারাগারে: আইন উপদেষ্টা

আপডেট সময় ০১:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

হয়রানি কমাতে আগামীকাল বুধবার থেকে আসামিকে অনলাইনে জামিননামা পাঠানো হবে। জামিন পাওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে সংশ্লিষ্ট কারাগারে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি। কারো কোনো সহযোগিতা ছাড়া। কাল অনলাইন জামিননামা (বেইল বন্ড) উদ্বোধন করবো।

আইন উপদেষ্টা বলেন, একটা লোক জামিন পাওয়ার আদালত থেকে শুরু করে ছাড়া (মুক্তি) পাওয়া পর্যন্ত ১২টা প্রক্রিয়াতে যেতে হয়। কোনো কোনো ধাপে টাকা দিতে হয়। ১২টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে যেখানে আসামি আছে। এটা সরকারের টাকা দিয়ে করেছি। কারো সহযোগিতা লাগেনি।

ড. আসিফ নজরুল আরও বলেন, “এবার পাইলট প্রকল্প চালু করা হচ্ছে। আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছাবে। এটা সরকারের নিজস্ব অর্থায়নে সম্পন্ন করা হয়েছে, কোনো বাহ্যিক সহযোগিতা ছাড়া।”

তিনি জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে আসামিদের প্রয়োজনীয় জটিলতা ও অতিরিক্ত ব্যয় কমানো সম্ভব হবে।

এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় তৈরির কাজ অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হবে। এছাড়া আইন, গুমের আইন, দুদক আইন এবং হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, ব্যারিস্টার অনীক আর হকসহ অন্যান্য আইনজ্ঞরা।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471