হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় বড় ভাইয়ের চাপাতির কোপে মনির হোসেন (২২) নামে এক কসাই নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে গরু বাজার সংলগ্ন খোয়াই বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনির পেশায় কসাই ছিলেন এবং বিভিন্ন বিয়েতে গরু জবাই করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় একটি বিষয় নিয়ে বড় ভাই রনি মিয়ার সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রনি চাপাতি দিয়ে মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনার পর স্থানীয়রা আহতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশ হাসপাতালে ছুটে যান। তাঁর উপস্থিতিতে এসআই মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের চাপাতির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রনিকে গ্রেফতার করা হয়েছে।