ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইনজুরি থেকে ফিরেই গোল-অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ১১:১৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৬০৮ Time View

দুই সপ্তাহের ইনজুরি বিরতির পর দারুণ প্রত্যাবর্তন করলেন লিওনেল মেসি। বদলি হয়ে নেমেও গোল ও অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে জয়ের পথে নিয়ে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার। যদিও মাঠ ছাড়ার সময় অস্বস্তি দেখা গেছে এলএমটেনকে।

রোববার (১৭ আগস্ট) এমএলএসের ম্যাচে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচের প্রথমার্ধেই (৪৩ মিনিটে) সার্জিও বুসকেটসের পাস থেকে জর্দি আলবা গোল করে মায়ামিকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে জোসেফ পেইনসিলের গোলে সমতায় ফেরে গ্যালাক্সি।

এরপরই শুরু হয় মেসি ম্যাজিক। বদলি হিসেবে নামা আর্জেন্টাইন অধিনায়ক ৮৪ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে গোল করেন। এমএলএসে এটি তার ১৯তম গোল।

শেষ দিকে ৮৯ মিনিটে অসাধারণ ব্যাকহিল পাসে লুইস সুয়ারেজকে অ্যাসিস্ট করেন মেসি। উরুগুইয়ান ফরোয়ার্ড সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩-১ করেন।

খেলার পরিসংখ্যানে বল দখলে এগিয়ে ছিল এলএ গ্যালাক্সি (৫৪ শতাংশ), তবে আক্রমণে আধিপত্য দেখিয়েছে মায়ামি। পুরো ম্যাচে ২৯টি শট নেয় তারা, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে গ্যালাক্সির ৫ শটের মধ্যে ৩টি লক্ষ্যে যায়।

এই জয়ে ২৪ ম্যাচে ইন্টার মায়ামির সংগ্রহ দাঁড়াল ৪৫ পয়েন্টে। ইস্টার্ন কনফারেন্সে তারা এখন চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন, ৫১ পয়েন্ট নিয়ে (দুই ম্যাচ বেশি খেলে)।

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বুধবার, লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব তাইগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে।

 

ট্যাগস

ইনজুরি থেকে ফিরেই গোল-অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি

আপডেট সময় ১১:১৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

দুই সপ্তাহের ইনজুরি বিরতির পর দারুণ প্রত্যাবর্তন করলেন লিওনেল মেসি। বদলি হয়ে নেমেও গোল ও অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে জয়ের পথে নিয়ে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার। যদিও মাঠ ছাড়ার সময় অস্বস্তি দেখা গেছে এলএমটেনকে।

রোববার (১৭ আগস্ট) এমএলএসের ম্যাচে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচের প্রথমার্ধেই (৪৩ মিনিটে) সার্জিও বুসকেটসের পাস থেকে জর্দি আলবা গোল করে মায়ামিকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে জোসেফ পেইনসিলের গোলে সমতায় ফেরে গ্যালাক্সি।

এরপরই শুরু হয় মেসি ম্যাজিক। বদলি হিসেবে নামা আর্জেন্টাইন অধিনায়ক ৮৪ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে দুর্দান্ত বাঁ পায়ের শটে গোল করেন। এমএলএসে এটি তার ১৯তম গোল।

শেষ দিকে ৮৯ মিনিটে অসাধারণ ব্যাকহিল পাসে লুইস সুয়ারেজকে অ্যাসিস্ট করেন মেসি। উরুগুইয়ান ফরোয়ার্ড সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩-১ করেন।

খেলার পরিসংখ্যানে বল দখলে এগিয়ে ছিল এলএ গ্যালাক্সি (৫৪ শতাংশ), তবে আক্রমণে আধিপত্য দেখিয়েছে মায়ামি। পুরো ম্যাচে ২৯টি শট নেয় তারা, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে গ্যালাক্সির ৫ শটের মধ্যে ৩টি লক্ষ্যে যায়।

এই জয়ে ২৪ ম্যাচে ইন্টার মায়ামির সংগ্রহ দাঁড়াল ৪৫ পয়েন্টে। ইস্টার্ন কনফারেন্সে তারা এখন চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন, ৫১ পয়েন্ট নিয়ে (দুই ম্যাচ বেশি খেলে)।

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বুধবার, লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব তাইগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে।

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471