ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ বুধবার সকালে কক্সবাজারে এসেছেন। সকাল সাড়ে ৯টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন আরও দুজন।

তারা হলেন, কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তবে তাদের কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় পাওয়া যায়নি।

বিমানবন্দর থেকে তারা সরাসরি শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটি’র ঘাটে যান এবং সেখান থেকে স্পিডবোটে মহেশখালী পৌঁছান।

মহেশখালী পৌঁছে তারা কুতুবজোম ইউনিয়নের হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি যৌথ উদ্যোগে নির্মিত এক্সিলারেট হোপ হাসপাতাল পরিদর্শন করেন।

সকাল ১১টার দিকে প্রতিনিধি দলটি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছায় বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক। এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাদের অভ্যর্থনা জানান।

হাসপাতাল পরিদর্শন শেষে পিটার হাস হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। এ সময় হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি বড় মহেশখালীতে আরও কিছু কর্মসূচিতে অংশ নেন। তবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন পিটার ডি হাস। মহেশখালী সফরটি মূলত ওই প্রতিষ্ঠানের কার্যক্রম ও সহযোগী প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে হয়েছে। বুধবার বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ট্যাগস

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

আপডেট সময় ০৫:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ বুধবার সকালে কক্সবাজারে এসেছেন। সকাল সাড়ে ৯টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন আরও দুজন।

তারা হলেন, কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তবে তাদের কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় পাওয়া যায়নি।

বিমানবন্দর থেকে তারা সরাসরি শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটি’র ঘাটে যান এবং সেখান থেকে স্পিডবোটে মহেশখালী পৌঁছান।

মহেশখালী পৌঁছে তারা কুতুবজোম ইউনিয়নের হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি যৌথ উদ্যোগে নির্মিত এক্সিলারেট হোপ হাসপাতাল পরিদর্শন করেন।

সকাল ১১টার দিকে প্রতিনিধি দলটি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছায় বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক। এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাদের অভ্যর্থনা জানান।

হাসপাতাল পরিদর্শন শেষে পিটার হাস হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। এ সময় হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি বড় মহেশখালীতে আরও কিছু কর্মসূচিতে অংশ নেন। তবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন পিটার ডি হাস। মহেশখালী সফরটি মূলত ওই প্রতিষ্ঠানের কার্যক্রম ও সহযোগী প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে হয়েছে। বুধবার বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471