ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম ঐক্যের ডাক দিলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট ড. মাসউদ পেজেশকিয়ান পাকিস্তান সফরে এসে মুসলিম বিশ্বের মধ্যে বৈজ্ঞানিক, শিল্প ও কৃষি খাতে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। 

রোববার (৩ আগস্ট) লাহোরে পাকিস্তান মুসলিম লিগের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ নওয়াজ শরিফের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমাদের বৈজ্ঞানিক, শিল্প ও কৃষি সক্ষমতা ভাগাভাগি করে ইসলামি বিশ্বের প্রয়োজন মেটাতে হবে। আমাদের মধ্যে একটি ঐক্যবদ্ধ জোট গড়ে তুলতে হবে, যাতে বাইরের চাপের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়া সম্ভব হয়।

পেজেশকিয়ান আরো বলেন, ইসরায়েলি শাসনের দ্বারা আরোপিত সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে পাকিস্তানের জনগণের সমর্থন ও সংহতি ছিল অত্যন্ত প্রেরণাদায়ক। পেজেশকিয়ান ভাষায়, বিশ্বের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে জায়নবাদী শাসন স্বাধীন জাতিগুলোকে আলাদা করে টার্গেট করতে পারবে না।

অপরদিকে, নওয়াজ শরিফ ইরানি জনগণের সাহসিকতা ও দৃঢ়তার প্রশংসা করে বলেন, আমরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের পাশে আছি এবং ভবিষ্যতে আরো শক্তভাবে থাকবো। ইরানের জনগণ তাদের প্রতিরোধের মাধ্যমে কেবল মাতৃভূমিকে রক্ষা করেনি, বরং প্রাচীন ইতিহাসকে পুনরুজ্জীবিত করেছে।

তিনি আরো যোগ করেন, ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে আমার বিমানবন্দরে উপস্থিত হওয়া ছিল এই প্রতিরোধের প্রতি আমাদের শ্রদ্ধার প্রতীক। পাকিস্তান শুধু প্রতিবেশী নয়, ইরানের ভাই। সব খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্লেষকরা বলছেন, এই সফর ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার ও আঞ্চলিক কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির দিকেই ইঙ্গিত করছে।

খবর :তাসনিম নিউজ

ট্যাগস

মুসলিম ঐক্যের ডাক দিলেন ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় ০৩:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

ইরানের প্রেসিডেন্ট ড. মাসউদ পেজেশকিয়ান পাকিস্তান সফরে এসে মুসলিম বিশ্বের মধ্যে বৈজ্ঞানিক, শিল্প ও কৃষি খাতে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। 

রোববার (৩ আগস্ট) লাহোরে পাকিস্তান মুসলিম লিগের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ নওয়াজ শরিফের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমাদের বৈজ্ঞানিক, শিল্প ও কৃষি সক্ষমতা ভাগাভাগি করে ইসলামি বিশ্বের প্রয়োজন মেটাতে হবে। আমাদের মধ্যে একটি ঐক্যবদ্ধ জোট গড়ে তুলতে হবে, যাতে বাইরের চাপের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়া সম্ভব হয়।

পেজেশকিয়ান আরো বলেন, ইসরায়েলি শাসনের দ্বারা আরোপিত সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে পাকিস্তানের জনগণের সমর্থন ও সংহতি ছিল অত্যন্ত প্রেরণাদায়ক। পেজেশকিয়ান ভাষায়, বিশ্বের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে জায়নবাদী শাসন স্বাধীন জাতিগুলোকে আলাদা করে টার্গেট করতে পারবে না।

অপরদিকে, নওয়াজ শরিফ ইরানি জনগণের সাহসিকতা ও দৃঢ়তার প্রশংসা করে বলেন, আমরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের পাশে আছি এবং ভবিষ্যতে আরো শক্তভাবে থাকবো। ইরানের জনগণ তাদের প্রতিরোধের মাধ্যমে কেবল মাতৃভূমিকে রক্ষা করেনি, বরং প্রাচীন ইতিহাসকে পুনরুজ্জীবিত করেছে।

তিনি আরো যোগ করেন, ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে আমার বিমানবন্দরে উপস্থিত হওয়া ছিল এই প্রতিরোধের প্রতি আমাদের শ্রদ্ধার প্রতীক। পাকিস্তান শুধু প্রতিবেশী নয়, ইরানের ভাই। সব খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্লেষকরা বলছেন, এই সফর ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার ও আঞ্চলিক কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির দিকেই ইঙ্গিত করছে।

খবর :তাসনিম নিউজ


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471