ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
স্বরাষ্ট্র উপদেষ্টা

পুশইন করা অবৈধ ভারতীয়দের চিহ্নিত করে নিয়ম মেনে ফেরত পাঠানো হবে

সীমান্তে ভারতীয় পুশইন পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ সরকারের অবস্থান আবারও পরিষ্কার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, পুশইনের মাধ্যমে ভারত থেকে যেসব মানুষ বাংলাদেশে প্রবেশ করছেন, তাদের মধ্যে প্রকৃত বাংলাদেশি থাকলে তাদের ফিরিয়ে দেওয়া যাবে না। তবে যদি তারা ভারতের নাগরিক কিংবা দেশটিতে অবস্থানরত রোহিঙ্গা হন, তাহলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে। এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (১৭ মে) সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, সম্প্রতি সুন্দরবন ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় পুশইনের ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারত যদি কোনো বাংলাদেশিকে অবৈধভাবে শনাক্ত করে, তাহলে তাকে প্রোপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানো উচিত, যেমন বাংলাদেশও ভারতের নাগরিকদের ক্ষেত্রে করে থাকে।

তিনি আরও বলেন, পুশইনের মাধ্যমে যেসব লোক আসছেন তাদের মধ্যে রোহিঙ্গা এবং ইউএনএইচসিআর (UNHCR)-এর কার্ডধারী ব্যক্তিও রয়েছেন, যার অর্থ হচ্ছে—সবাই বাংলাদেশি নয়। তাই বিষয়টি নিয়ে কূটনৈতিকভাবে কঠোরভাবে মোকাবিলা করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তে ভারত পুশইনের চেষ্টা করলে বিজিবি, আনসার এবং স্থানীয় জনগণ সম্মিলিতভাবে তা প্রতিহত করেছে, যেমনটি ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ঘটেছে।

তিনি জোর দিয়ে বলেন, “আপনারা সবাই যদি সহযোগিতা করেন, তাহলে ভারত কখনোই পুশইন করতে পারবে না।” তিনি জানান, সরকার কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছে না, বরং ভারতকে ইতোমধ্যে কূটনৈতিকভাবে জানানো হয়েছে এবং রাষ্ট্রদূত, পররাষ্ট্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সীমান্তে অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে সরকার সব ধরনের আইনগত ও কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছে, যাতে দেশের সার্বভৌমত্ব এবং মানবাধিকার দুটোই সুরক্ষিত থাকে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

স্বরাষ্ট্র উপদেষ্টা

পুশইন করা অবৈধ ভারতীয়দের চিহ্নিত করে নিয়ম মেনে ফেরত পাঠানো হবে

আপডেট সময় ০৪:২০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

সীমান্তে ভারতীয় পুশইন পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ সরকারের অবস্থান আবারও পরিষ্কার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, পুশইনের মাধ্যমে ভারত থেকে যেসব মানুষ বাংলাদেশে প্রবেশ করছেন, তাদের মধ্যে প্রকৃত বাংলাদেশি থাকলে তাদের ফিরিয়ে দেওয়া যাবে না। তবে যদি তারা ভারতের নাগরিক কিংবা দেশটিতে অবস্থানরত রোহিঙ্গা হন, তাহলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে। এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (১৭ মে) সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, সম্প্রতি সুন্দরবন ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় পুশইনের ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারত যদি কোনো বাংলাদেশিকে অবৈধভাবে শনাক্ত করে, তাহলে তাকে প্রোপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানো উচিত, যেমন বাংলাদেশও ভারতের নাগরিকদের ক্ষেত্রে করে থাকে।

তিনি আরও বলেন, পুশইনের মাধ্যমে যেসব লোক আসছেন তাদের মধ্যে রোহিঙ্গা এবং ইউএনএইচসিআর (UNHCR)-এর কার্ডধারী ব্যক্তিও রয়েছেন, যার অর্থ হচ্ছে—সবাই বাংলাদেশি নয়। তাই বিষয়টি নিয়ে কূটনৈতিকভাবে কঠোরভাবে মোকাবিলা করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তে ভারত পুশইনের চেষ্টা করলে বিজিবি, আনসার এবং স্থানীয় জনগণ সম্মিলিতভাবে তা প্রতিহত করেছে, যেমনটি ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ঘটেছে।

তিনি জোর দিয়ে বলেন, “আপনারা সবাই যদি সহযোগিতা করেন, তাহলে ভারত কখনোই পুশইন করতে পারবে না।” তিনি জানান, সরকার কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছে না, বরং ভারতকে ইতোমধ্যে কূটনৈতিকভাবে জানানো হয়েছে এবং রাষ্ট্রদূত, পররাষ্ট্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সীমান্তে অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে সরকার সব ধরনের আইনগত ও কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছে, যাতে দেশের সার্বভৌমত্ব এবং মানবাধিকার দুটোই সুরক্ষিত থাকে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471