ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

গাজায় ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা থামছেই না। এবার তাদের লক্ষ্য হলো সংবাদ প্রচারে নিয়োজিত সাংবাদিকদের ওপর। সাংবাদিকদের একটি তাঁবুতে চালানো প্রাণঘাতী হামলায় একজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে আল জাজিরার সংবাদকর্মীরাও রয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, সোমবার (৭ এপ্রিল) গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে স্থাপন করা সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি বাহিনী সরাসরি হামলা চালায়। হামলার সময় তাঁবুর ভেতরে সাংবাদিকরা অবস্থান করছিলেন। এতে ঘটনাস্থলেই একজন সাংবাদিক নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন। হামলার পরপরই পুড়ে যাওয়া তাঁবুর ভেতরের মর্মান্তিক দৃশ্য সামনে আসে।

নিহত সাংবাদিকের নাম হিলমি আল-ফাকাওয়ি, যিনি কুদস নিউজ নেটওয়ার্কের হয়ে কাজ করতেন। গুরুতর আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন আহমেদ মনসুর, যার শরীরের অনেকাংশ পুড়ে গেছে। মনসুরের পুড়ে যাওয়া তাঁবুর ভেতরে অবস্থানের একটি করুণ ছবিও ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো প্রকাশ করেছে। এ ছাড়া আল জাজিরার আলোকচিত্রী মাহমুদ আওয়াদও এই হামলায় আহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ২০০ জন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করা হয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করে, গাজায় এখন কোনো নিরাপদ স্থান নেই — এমনকি সাংবাদিকদের জন্যও নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত, দ্রুত এই হামলাগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা। খবর: আল-জাজিরা

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

গাজায় ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক নিহত

আপডেট সময় ০১:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা থামছেই না। এবার তাদের লক্ষ্য হলো সংবাদ প্রচারে নিয়োজিত সাংবাদিকদের ওপর। সাংবাদিকদের একটি তাঁবুতে চালানো প্রাণঘাতী হামলায় একজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে আল জাজিরার সংবাদকর্মীরাও রয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, সোমবার (৭ এপ্রিল) গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে স্থাপন করা সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি বাহিনী সরাসরি হামলা চালায়। হামলার সময় তাঁবুর ভেতরে সাংবাদিকরা অবস্থান করছিলেন। এতে ঘটনাস্থলেই একজন সাংবাদিক নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন। হামলার পরপরই পুড়ে যাওয়া তাঁবুর ভেতরের মর্মান্তিক দৃশ্য সামনে আসে।

নিহত সাংবাদিকের নাম হিলমি আল-ফাকাওয়ি, যিনি কুদস নিউজ নেটওয়ার্কের হয়ে কাজ করতেন। গুরুতর আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন আহমেদ মনসুর, যার শরীরের অনেকাংশ পুড়ে গেছে। মনসুরের পুড়ে যাওয়া তাঁবুর ভেতরে অবস্থানের একটি করুণ ছবিও ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো প্রকাশ করেছে। এ ছাড়া আল জাজিরার আলোকচিত্রী মাহমুদ আওয়াদও এই হামলায় আহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ২০০ জন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করা হয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করে, গাজায় এখন কোনো নিরাপদ স্থান নেই — এমনকি সাংবাদিকদের জন্যও নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত, দ্রুত এই হামলাগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা। খবর: আল-জাজিরা


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471