ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তামিমকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা

তামিম ইকবালের শঙ্কা আপাতত কেটে গেছে। সবার সাথে কথা বলছেন, ধীরে ধীরে হাঁটাচলাও করেছেন। সাভারের কেপিজে হাসপাতাল থেকে তামিমকে ঢাকায় আনা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তামিম এখনও পর্যবেক্ষণে আছেন। এর মাঝেই জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে দেশসেরা এই ওপেনারকে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে তামিমকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর সেখানে ছুটে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য তামিমকে বিদেশেও নেয়া হতে পারে। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এখনো ডাক্তারদের সঙ্গে পরিবার কথা বলছে। যদি তারা কোনো পরামর্শ দেন, তাহলে পরিবার দেখবে।’

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে সবশেষ দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছেন তামিম। দলটির কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, তামিমকে থাইল্যান্ড নেওয়ার চেষ্টা চলছে। গণমাধ্যমকে মিজানুর বলেছেন, ‘থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে ভিসার। আমি যাব সঙ্গে। এটার জন্য চিকিৎসক শিডিউল দিতে হবে। যখন চিকিৎসক অনুমতি দেবে তখন। এখন বলা যাচ্ছে না।

মিজানুর আরও জানিয়েছেন, তামিমের হার্ট অ্যাটাকের বড় একটি কারণ পানি স্বল্পতা। চিকিৎসকেরাই নাকি এ তথ্য দিয়েছেন বলে জানান তিনি, ‘চিকিৎসকদের কথা অনুযায়ী প্রচণ্ড ডিহাইড্রেশন (পানি স্বল্পতা) ছিল। পানি খায়নি, রাতে হয়তো ঘুমও হয়নি ঠিকমতো। এটা একটা কারণ। এ গরমের মধ্যে রোজায় ডিপিএল খেলাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে কঠিন।’

ট্যাগস

তামিমকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা

আপডেট সময় ০৪:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

তামিম ইকবালের শঙ্কা আপাতত কেটে গেছে। সবার সাথে কথা বলছেন, ধীরে ধীরে হাঁটাচলাও করেছেন। সাভারের কেপিজে হাসপাতাল থেকে তামিমকে ঢাকায় আনা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তামিম এখনও পর্যবেক্ষণে আছেন। এর মাঝেই জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে দেশসেরা এই ওপেনারকে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে তামিমকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর সেখানে ছুটে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য তামিমকে বিদেশেও নেয়া হতে পারে। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এখনো ডাক্তারদের সঙ্গে পরিবার কথা বলছে। যদি তারা কোনো পরামর্শ দেন, তাহলে পরিবার দেখবে।’

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে সবশেষ দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছেন তামিম। দলটির কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, তামিমকে থাইল্যান্ড নেওয়ার চেষ্টা চলছে। গণমাধ্যমকে মিজানুর বলেছেন, ‘থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে ভিসার। আমি যাব সঙ্গে। এটার জন্য চিকিৎসক শিডিউল দিতে হবে। যখন চিকিৎসক অনুমতি দেবে তখন। এখন বলা যাচ্ছে না।

মিজানুর আরও জানিয়েছেন, তামিমের হার্ট অ্যাটাকের বড় একটি কারণ পানি স্বল্পতা। চিকিৎসকেরাই নাকি এ তথ্য দিয়েছেন বলে জানান তিনি, ‘চিকিৎসকদের কথা অনুযায়ী প্রচণ্ড ডিহাইড্রেশন (পানি স্বল্পতা) ছিল। পানি খায়নি, রাতে হয়তো ঘুমও হয়নি ঠিকমতো। এটা একটা কারণ। এ গরমের মধ্যে রোজায় ডিপিএল খেলাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে কঠিন।’


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471