ঢাকা ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

র‍্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। রবিবার (২৬ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে শুনানিতে জানানো হয়, জুলাই-আগস্টের আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালানোসহ গণহত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের অভিযোগ রয়েছে হারুনের বিরুদ্ধে।

শুনানির সময় ট্রাইব্যুনাল জানতে চায়, হারুন বর্তমানে কোথায় আছেন। জবাবে চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেফতারের জন্য তদন্ত সংস্থা কাজ করছে।

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। তবে এর মধ্যে অর্ধেকেরও কম আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

এদিন আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য এসআই আবদুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, “শুরুতে কিছুটা দুর্বলতা থাকলেও এখন আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারে আরও সক্রিয় হয়েছে।”

ট্যাগস

সর্বাধিক পঠিত

র‍্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় ০৭:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। রবিবার (২৬ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে শুনানিতে জানানো হয়, জুলাই-আগস্টের আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালানোসহ গণহত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের অভিযোগ রয়েছে হারুনের বিরুদ্ধে।

শুনানির সময় ট্রাইব্যুনাল জানতে চায়, হারুন বর্তমানে কোথায় আছেন। জবাবে চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেফতারের জন্য তদন্ত সংস্থা কাজ করছে।

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। তবে এর মধ্যে অর্ধেকেরও কম আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

এদিন আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য এসআই আবদুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, “শুরুতে কিছুটা দুর্বলতা থাকলেও এখন আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারে আরও সক্রিয় হয়েছে।”


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471