ভুক্তভোগী আজিজার রহমানের অভিযোগ, দীর্ঘ ৪১ বছর ধরে ভোগদখল করে আসা বাড়ির সামনের অংশ দখল করতে চাইছে একই এলাকার প্রভাবশালী ব্যক্তি মোজাম্মেল হক।
গত ১৭ আগস্ট মোজাম্মেল লোকজন নিয়ে এসে তার বাড়ির সামনে জোর করে টিনের ঘর নির্মাণ করে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়। ফলে আজিজারের পরিবারকে বাড়ি থেকে বের হতে অন্যপথ ব্যবহার করতে হচ্ছে।
এ-ঘটনায় মান্দা থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি বলে জানানা আজিজার।স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, জোর পুর্বক জবর দখল করা হয়েছে। মোজাম্মেলের এক ছেলে যার নাম জামিল হোসেন বিএনপির ওযার্ পর্যায়ে দায়িত্বে রয়েছে। তার প্রভাবে এমন জবর দখল বলে জানায় বাসিন্দারা। তবে অভিযুক্ত মোজাম্মেল হক ও তার ছেলে জামিল হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, টিনের ঘর তৈরির জায়গাটি তাদের নিজস্ব সম্পত্তি। এতো দিন আজিজার সে জায়গা দখল করে রাখে। ক্ষমতার পালা বদলে তারা সে সম্পত্তি বের করে নিয়েছে। মোজাম্মেল জোর করে আজিজারের রাইসমিলে তালা ঝুলিয়ে দেয়
এ ঘটনা ছাড়াও মোজাম্মেল এলাকার অপর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষন মামলার প্রধান আসামী যিনি সেই মামলায় কয়েক মাস হাজত খেটে জামিনে আছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানান, মোজাম্মেল ও তার পরিবার এলাকার মানুষের প্রতি বিভিন্ন ভাবে নাজেহাল করছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুনসুর রহমান জানান, লিখিত অভিযোগের পর উভয় পক্ষকে থানায় ডাকা হয়। তবে মোজাম্মেলের কেউ সেখানে হাজির হন নি । ফলে বিষয়টি সুরাহা না হওয়ায় আদালত গড়িয়েছে। অভিযুক্ত মোজাম্মেল
ভুক্তভোগী আজিজারের দাবি, ১৯৮৪ সালে নওগাঁর মান্দা উপজেলার গোটগাড়ী এলাকায় ৭৮ শতক জমি কিনেন তিনি। পরে সেখানে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। এরপর থেকে নিয়মিত খাজনা ও খারিজও দিয়ে আসছেন। ভুক্তভুগী আজিজার