ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় গ্রিলের তালা ভেঙে ৩০ ভরি স্বর্ণালংকার চুরি

সাতক্ষীরায় গ্রিলের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা এ সময় প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা পৌরসভার উত্তর কাটিয়া এলাকার আমির হোসেন খান চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক আমির হোসেন খান চৌধুরী জানান, দোতলা বাড়ির উপরতলায় তিনি থাকেন এবং নিচতলায় থাকেন তার মা মর্জিনা খাতুন। তবে শুক্রবার মর্জিনা খাতুন বেড়াতে গিয়েছিলেন ভাইয়ের বাড়িতে। তার স্ত্রীও সেদিন বাড়িতে ছিলেন না। ফলে নিচতলার ঘর ফাঁকা ছিল।

তিনি বলেন, প্রতিদিনের মতো আমি রাতে নিজের কক্ষে ঘুমিয়ে পড়ি। সকালে ছোট ভাই ডাকাডাকি করলে ঘুম ভাঙে। দেখি তার ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া। পরে গিয়ে দেখি মায়ের ঘরের গ্রিলের তালা ভাঙা এবং আলমারিও ভাঙা। ভেতরে রাখা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নেই।

ভুক্তভোগীর মা মর্জিনা খাতুন জানান, তার দুই মেয়ে ঢাকায় থাকেন। তাদের স্বর্ণালংকার নিরাপদ ভেবে তিনি নিজ ঘরে রেখেছিলেন। তিনি বলেন, ঢাকায় এত গহনা রাখা ঠিক হবে না ভেবে আমার কাছে রেখেছিল মেয়েরা। শুক্রবার বেড়াতে গিয়েছিলাম ভাইয়ের বাড়ি। আজ সকালে বড় ছেলে ফোন দিয়ে জানাল। এখন আমি মেয়েদের কী বলব?

চুরির ঘটনার বিষয়ে ছোট ছেলে আকবর হোসেন খান চৌধুরী বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ। পরে বড় ভাইকে ডেকে তালা খুলি। মায়ের ঘরে গিয়ে দেখি সব তছনছ। আমার দুই বোনের প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার রাখা ছিল। সবই চোরেরা নিয়ে গেছে।

কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিংকু জানান, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

সাতক্ষীরায় গ্রিলের তালা ভেঙে ৩০ ভরি স্বর্ণালংকার চুরি

আপডেট সময় ০১:২২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

সাতক্ষীরায় গ্রিলের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা এ সময় প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা পৌরসভার উত্তর কাটিয়া এলাকার আমির হোসেন খান চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক আমির হোসেন খান চৌধুরী জানান, দোতলা বাড়ির উপরতলায় তিনি থাকেন এবং নিচতলায় থাকেন তার মা মর্জিনা খাতুন। তবে শুক্রবার মর্জিনা খাতুন বেড়াতে গিয়েছিলেন ভাইয়ের বাড়িতে। তার স্ত্রীও সেদিন বাড়িতে ছিলেন না। ফলে নিচতলার ঘর ফাঁকা ছিল।

তিনি বলেন, প্রতিদিনের মতো আমি রাতে নিজের কক্ষে ঘুমিয়ে পড়ি। সকালে ছোট ভাই ডাকাডাকি করলে ঘুম ভাঙে। দেখি তার ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া। পরে গিয়ে দেখি মায়ের ঘরের গ্রিলের তালা ভাঙা এবং আলমারিও ভাঙা। ভেতরে রাখা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নেই।

ভুক্তভোগীর মা মর্জিনা খাতুন জানান, তার দুই মেয়ে ঢাকায় থাকেন। তাদের স্বর্ণালংকার নিরাপদ ভেবে তিনি নিজ ঘরে রেখেছিলেন। তিনি বলেন, ঢাকায় এত গহনা রাখা ঠিক হবে না ভেবে আমার কাছে রেখেছিল মেয়েরা। শুক্রবার বেড়াতে গিয়েছিলাম ভাইয়ের বাড়ি। আজ সকালে বড় ছেলে ফোন দিয়ে জানাল। এখন আমি মেয়েদের কী বলব?

চুরির ঘটনার বিষয়ে ছোট ছেলে আকবর হোসেন খান চৌধুরী বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ। পরে বড় ভাইকে ডেকে তালা খুলি। মায়ের ঘরে গিয়ে দেখি সব তছনছ। আমার দুই বোনের প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার রাখা ছিল। সবই চোরেরা নিয়ে গেছে।

কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিংকু জানান, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471