ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

সবাইকে খুঁজে খুঁজে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত সবাইকে খুঁজে খুঁজে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে তাদেরকে পর্যায়ক্রমে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ইতোমধ্যে অনেককে ধরা হয়েছে। প্রতিদিনই দু-একজনকে ধরা হচ্ছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে আনসার ও ভিডিপি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘‘যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং যাদের ভূমিকা ভিডিও ফুটেজে ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।যেমন আজকে মতিউর, ছাগল মতিউরকে ধরা হয়েছে। তাকেও এতোদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে, তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘‘সব একদিনে ধরা যায় না। অনেকে লুকিয়ে আছেন, কিন্তু একে একে তাদের খুঁজে বের করা হবে।’’ বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের তালিকার বিষয়ে তিনি বলেন, ‘‘এ ধরনের তালিকা পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।’’

এসময় তিনি বলেন, ‘‘অনেক পুলিশ সদস্য, কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত, সরাসরি গুলি চালিয়েছেন। তাদের পদায়ন, বদলি বা পদোন্নতি দেওয়া হয়েছে। তবে এসবের বিষয়ে ইনকুয়ারি চলমান রয়েছে।’’ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

এছাড়া তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান, বিশেষ করে পাশ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে সঠিক ও স্বচ্ছ সাংবাদিকতার জন্য। তবে তিনি আরও বলেন, ‘‘অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়ানোর জন্য আপনাদের অনুরোধ জানাই।’’

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

সবাইকে খুঁজে খুঁজে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত সবাইকে খুঁজে খুঁজে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে তাদেরকে পর্যায়ক্রমে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ইতোমধ্যে অনেককে ধরা হয়েছে। প্রতিদিনই দু-একজনকে ধরা হচ্ছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে আনসার ও ভিডিপি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘‘যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং যাদের ভূমিকা ভিডিও ফুটেজে ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।যেমন আজকে মতিউর, ছাগল মতিউরকে ধরা হয়েছে। তাকেও এতোদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে, তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘‘সব একদিনে ধরা যায় না। অনেকে লুকিয়ে আছেন, কিন্তু একে একে তাদের খুঁজে বের করা হবে।’’ বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের তালিকার বিষয়ে তিনি বলেন, ‘‘এ ধরনের তালিকা পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।’’

এসময় তিনি বলেন, ‘‘অনেক পুলিশ সদস্য, কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত, সরাসরি গুলি চালিয়েছেন। তাদের পদায়ন, বদলি বা পদোন্নতি দেওয়া হয়েছে। তবে এসবের বিষয়ে ইনকুয়ারি চলমান রয়েছে।’’ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

এছাড়া তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান, বিশেষ করে পাশ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে সঠিক ও স্বচ্ছ সাংবাদিকতার জন্য। তবে তিনি আরও বলেন, ‘‘অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়ানোর জন্য আপনাদের অনুরোধ জানাই।’’


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471