রাজধানীর সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।নিহতের নাম মো. সোহানুর জামান নয়ন (২৮)। আহত হয়েছেন হাবিবুর রহমান (২৬)। নিহত রংপুরের মিঠাপুকুরের আটপনিয়া গ্রামের আখতারুজ্জামানের ছেলে। তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন তিনি।
দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে রাত পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহতকে নিয়ে আসা মো. শফিকুল ইসলাম জানান, আগুন লাগলে তেজগাঁও ফায়ার সার্ভিস সদস্যরা সচিবালয়ের মালামাল নিয়ে রাস্তা পার হওয়ার সময় জিরো পয়েন্টের দিকে থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুইজন ফায়ার সার্ভিস কর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নেয়া হলে সোহানুরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাখা হয়েছে।’এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের এই ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এরপর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।