ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সম্প্রতি টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তিন মুসল্লি নিহতের ঘটনায় সাদপন্থীদের মুখপাত্র মুফতি মুয়াজ বিন নূরের (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রবিবার(২২ ডিসেম্বর)দুপুরে রিমান্ড শুনানির পর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন ওই আদেশ দেন।মহানগর আদালত পরিদর্শক মো. আহসান উল্লাহ এ তথ্য জানান।

আদালত সূত্র জানায়,গত বৃহস্পতিবার(১৯ডিসেম্বর) রাতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ মুয়াজ নূরকে ঢাকার খিলক্ষেতের বাসা থেকে গ্রেপ্তার করে।জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে পরদিন শুক্রবার তাকে গাজীপুর মহানগর আদালত-৩ এ পাঠায় পুলিশ। বিচারক রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে নূরকে আদালতে পাঠানোর নির্দেশ দেন। পরে আজ রিমান্ডের উপর শুনানি হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাবলীগ জামাতের এক পক্ষের মাওলানা সাদের অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক শ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন।এর আগে গত ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় জুবায়ের ও সাদপন্থীরা। এতে তিন জন নিহত হয়েছেন।আহত হয়েছেন শতাধিক।সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে পুলিশ।অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।

 

ট্যাগস

সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

সম্প্রতি টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তিন মুসল্লি নিহতের ঘটনায় সাদপন্থীদের মুখপাত্র মুফতি মুয়াজ বিন নূরের (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রবিবার(২২ ডিসেম্বর)দুপুরে রিমান্ড শুনানির পর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন ওই আদেশ দেন।মহানগর আদালত পরিদর্শক মো. আহসান উল্লাহ এ তথ্য জানান।

আদালত সূত্র জানায়,গত বৃহস্পতিবার(১৯ডিসেম্বর) রাতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ মুয়াজ নূরকে ঢাকার খিলক্ষেতের বাসা থেকে গ্রেপ্তার করে।জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে পরদিন শুক্রবার তাকে গাজীপুর মহানগর আদালত-৩ এ পাঠায় পুলিশ। বিচারক রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে নূরকে আদালতে পাঠানোর নির্দেশ দেন। পরে আজ রিমান্ডের উপর শুনানি হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাবলীগ জামাতের এক পক্ষের মাওলানা সাদের অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক শ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন।এর আগে গত ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় জুবায়ের ও সাদপন্থীরা। এতে তিন জন নিহত হয়েছেন।আহত হয়েছেন শতাধিক।সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে পুলিশ।অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471