ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সমালোচকদের নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি

ক্রীড়া ডেক্স : তার ফর্ম নেই। সমালোচকরা ভালোভাবেই পেয়ে বসেছেন বিরাট কোহলিকে। দিনকে দিন সেই সমালোচকের সংখ্যা বাড়ছে। ভারতীয় ক্রিকেটের পোস্টারবয় তাই রীতিমত কোণঠাসা।

অবশেষে এই সমালোচকদের উদ্দেশে মুখ খুললেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর তারকা ব্যাটার। চলতি আইপিএলে তিন নম্বর গোল্ডেন ডাকের (১ বলে ০) পর নীরবতা ভাঙলেন কোহলি।

৩৩ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘তারা (সমালোচকরা) তো আমার অবস্থানে নেই, তারা আমার অনুভূতিটাও বুঝতে পারবেন না। আমার জীবনে ঢুকে দেখতে পারবেন না, তারা আমার মুহূর্তগুলো বুঝবেন না।’

সমালোচকদের এই যন্ত্রণা থেকে বাঁচতে টেলিভিশনের ভলিউম বন্ধ করে রাখেন, জানালেন কোহলি। অথবা যেখানেই হোক, তাদের কোনো কথাই শোনেন না।

কোহলি বলেন, ‘আমি কিভাবে তাদের কথা বন্ধ করব? হয়তো টিভি মিউট করে রাখতে হবে অথবা কান বন্ধ বা তারা যা বলে, তার দিকে মনোযোগ এড়িয়ে যেতে হবে। আমি এসবই করি।’

বাজে ফর্ম নিয়ে হতাশ কোহলির কথা, ‘আমার ক্যারিয়ারে মনে হয়, এমনটা কখনও হয়নি। আমি এখন সবই দেখছি। সময়টা অনেক দীর্ঘ হয়ে গেছে। এই খেলার সব দিকই আমি দেখে ফেলেছি।’

এ নিয়ে কোহলি সব ফরম্যাট মিলিয়ে ১০০ ম্যাচেরও বেশি সময় ধরে সেঞ্চুরিবঞ্চিত হয়ে আছে। চলতি আইপিএলে ১২ ম্যাচ খেলে মাত্র ২১৬ রান করেছেন তারকা এই ব্যাটার।

ট্যাগস

সর্বাধিক পঠিত

সমালোচকদের নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি

আপডেট সময় ১২:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২

ক্রীড়া ডেক্স : তার ফর্ম নেই। সমালোচকরা ভালোভাবেই পেয়ে বসেছেন বিরাট কোহলিকে। দিনকে দিন সেই সমালোচকের সংখ্যা বাড়ছে। ভারতীয় ক্রিকেটের পোস্টারবয় তাই রীতিমত কোণঠাসা।

অবশেষে এই সমালোচকদের উদ্দেশে মুখ খুললেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর তারকা ব্যাটার। চলতি আইপিএলে তিন নম্বর গোল্ডেন ডাকের (১ বলে ০) পর নীরবতা ভাঙলেন কোহলি।

৩৩ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘তারা (সমালোচকরা) তো আমার অবস্থানে নেই, তারা আমার অনুভূতিটাও বুঝতে পারবেন না। আমার জীবনে ঢুকে দেখতে পারবেন না, তারা আমার মুহূর্তগুলো বুঝবেন না।’

সমালোচকদের এই যন্ত্রণা থেকে বাঁচতে টেলিভিশনের ভলিউম বন্ধ করে রাখেন, জানালেন কোহলি। অথবা যেখানেই হোক, তাদের কোনো কথাই শোনেন না।

কোহলি বলেন, ‘আমি কিভাবে তাদের কথা বন্ধ করব? হয়তো টিভি মিউট করে রাখতে হবে অথবা কান বন্ধ বা তারা যা বলে, তার দিকে মনোযোগ এড়িয়ে যেতে হবে। আমি এসবই করি।’

বাজে ফর্ম নিয়ে হতাশ কোহলির কথা, ‘আমার ক্যারিয়ারে মনে হয়, এমনটা কখনও হয়নি। আমি এখন সবই দেখছি। সময়টা অনেক দীর্ঘ হয়ে গেছে। এই খেলার সব দিকই আমি দেখে ফেলেছি।’

এ নিয়ে কোহলি সব ফরম্যাট মিলিয়ে ১০০ ম্যাচেরও বেশি সময় ধরে সেঞ্চুরিবঞ্চিত হয়ে আছে। চলতি আইপিএলে ১২ ম্যাচ খেলে মাত্র ২১৬ রান করেছেন তারকা এই ব্যাটার।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471