ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শুধু সেমিফাইনাল জিততে এখানে আসিনি: নিশাম

শুধু সেমিফাইনাল জিততে এখানে আসিনি: নিশাম

স্টাফ রিপোর্টার:  ‘মানুষ তার স্বপ্নের সমান বড়’- জিমি নিশামকে দেখে যে কারও মনে এমন ভাবনা আসা স্বাভাবিক। তাই তো ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ে পুরো দল উল্লাসে মাতলেও নিশাম ছিলেন উদাসীন। কারণ নিশাম যে তখন শিরোপাকেই ‘পাখির চোখ’ করেছিলেন।

গত বুধবার আবুধাবিতে প্রথম সেমিফাইনালে নিশামের ১১ বলে ২৭ রানের ঝড়েই ইংল্যান্ডের বিপক্ষে কিউইদের শ্বাসরুদ্ধকর জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিশাম। তুলির শেষ আঁচড় দেওয়া ড্যারিল মিচেলসহ পুরো কিউই ডাগআউট উল্লাসে মেতেছিল ঠিকই। কিন্তু নিশাম তখন চেয়ারে ঠায় বসেছিলেন।

ম্যাচ শেষে উদযাপন বাদ দিয়ে নির্বাচক বসে থাকা নিয়ে ক্রিকইনফোর টুইটের জবাবে নিশামের হাস্যরসাত্মক রিটুইটেও মন ভরেনি ক্রিকেট নিউজিল্যান্ডের (এনজেডসির)। তাই আবার একই প্রশ্ন। নিশাম এবার এনজেডসিকে বলেন, ‘সেমিফাইনাল জিতে উদযাপন করাই যায়। তবে অর্ধেক পৃথিবী পাড়ি দিয়ে শুধু একটা সেমিফাইনাল জিততে তো আসিনি।’

নিউজিল্যান্ড এই নিয়ে সর্বশেষ তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রতিবারই তারা আন্ডারডগ হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও পরে হয়ে ওঠে ফেবারিট।

নিজেদের এমন সাফল্য নিয়ে কিউই অলরাউন্ডার নিশাম বললেন, ‘দল হিসেবে আমরা অনেক অভিজ্ঞ। গত পাঁচ ছয় বছর ধরে টুর্নামেন্টগুলোতে আমরা প্রচণ্ড ধারাবাহিক পারফরম্যান্স করে আসছি। সময়মত রিসেট বাটন প্রেস করতেও আমরা জানি।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

শুধু সেমিফাইনাল জিততে এখানে আসিনি: নিশাম

আপডেট সময় ০১:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

স্টাফ রিপোর্টার:  ‘মানুষ তার স্বপ্নের সমান বড়’- জিমি নিশামকে দেখে যে কারও মনে এমন ভাবনা আসা স্বাভাবিক। তাই তো ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ে পুরো দল উল্লাসে মাতলেও নিশাম ছিলেন উদাসীন। কারণ নিশাম যে তখন শিরোপাকেই ‘পাখির চোখ’ করেছিলেন।

গত বুধবার আবুধাবিতে প্রথম সেমিফাইনালে নিশামের ১১ বলে ২৭ রানের ঝড়েই ইংল্যান্ডের বিপক্ষে কিউইদের শ্বাসরুদ্ধকর জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিশাম। তুলির শেষ আঁচড় দেওয়া ড্যারিল মিচেলসহ পুরো কিউই ডাগআউট উল্লাসে মেতেছিল ঠিকই। কিন্তু নিশাম তখন চেয়ারে ঠায় বসেছিলেন।

ম্যাচ শেষে উদযাপন বাদ দিয়ে নির্বাচক বসে থাকা নিয়ে ক্রিকইনফোর টুইটের জবাবে নিশামের হাস্যরসাত্মক রিটুইটেও মন ভরেনি ক্রিকেট নিউজিল্যান্ডের (এনজেডসির)। তাই আবার একই প্রশ্ন। নিশাম এবার এনজেডসিকে বলেন, ‘সেমিফাইনাল জিতে উদযাপন করাই যায়। তবে অর্ধেক পৃথিবী পাড়ি দিয়ে শুধু একটা সেমিফাইনাল জিততে তো আসিনি।’

নিউজিল্যান্ড এই নিয়ে সর্বশেষ তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রতিবারই তারা আন্ডারডগ হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও পরে হয়ে ওঠে ফেবারিট।

নিজেদের এমন সাফল্য নিয়ে কিউই অলরাউন্ডার নিশাম বললেন, ‘দল হিসেবে আমরা অনেক অভিজ্ঞ। গত পাঁচ ছয় বছর ধরে টুর্নামেন্টগুলোতে আমরা প্রচণ্ড ধারাবাহিক পারফরম্যান্স করে আসছি। সময়মত রিসেট বাটন প্রেস করতেও আমরা জানি।’


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471