ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ৭

রাঙামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বরকল উপজেলা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সাতজনকে আটক করেছে বিজিবি।

গত মঙ্গলবার ছোটহরিণা ব্যাটালিয়নের নেতৃত্বে সমন্বিত অভিযানে এসব জব্দ করা হয়। ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবির রাঙ্গামাটি সেক্টরের অধীনস্থ বরকল উপজেলায় অবস্থিত ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) কর্তৃক বড়হরিণা বিওপির চেকপয়েন্টে তল্লাশি চলাকালে পাঁচজন আরোহীর নিকট সর্বমোট ২০ রাউন্ড ১২ মিমি ছড়াগুলি, ২২ বোরের ১০টি খালি খোসা, দুই জোড়া মিলিটারি সদৃশ বুট, ৯৭০ গ্রাম কোকেন/ক্রিস্টাল মেথ সদৃশ বস্তু এবং তিন প্যাকেট টেস্টিং সল্ট জব্দ করা হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটির বরকল থানার অন্তর্গত হালাম্বা নামক স্থানে ছোটহরিণা ব্যাটালিয়নের নেতৃত্বে রকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি), রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি), রাঙ্গামাটি আর্মি জোন ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ আভিযানিকদল কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে চারটি অবৈধ একনালা বন্দুক জব্দ করা হয় এবং অভিযান চলাকালীন মোট সাতজন আসামিকে আটক করা হয়।

আটক আসামিরা হলেন- হোয়াং পুইয়া (৩৫), থান জুয়াল (২৭), এলভিদ (২৩), আদি (২৫), লাল লমসাং (১৯), লিয়ান্না (৫১) ও জৌরাম (২৩)। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ সহ আসামিদেরকে রকল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন বিজিবি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

রাঙ্গামাটিতে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ৭

আপডেট সময় ০৪:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১

রাঙামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বরকল উপজেলা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সাতজনকে আটক করেছে বিজিবি।

গত মঙ্গলবার ছোটহরিণা ব্যাটালিয়নের নেতৃত্বে সমন্বিত অভিযানে এসব জব্দ করা হয়। ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবির রাঙ্গামাটি সেক্টরের অধীনস্থ বরকল উপজেলায় অবস্থিত ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) কর্তৃক বড়হরিণা বিওপির চেকপয়েন্টে তল্লাশি চলাকালে পাঁচজন আরোহীর নিকট সর্বমোট ২০ রাউন্ড ১২ মিমি ছড়াগুলি, ২২ বোরের ১০টি খালি খোসা, দুই জোড়া মিলিটারি সদৃশ বুট, ৯৭০ গ্রাম কোকেন/ক্রিস্টাল মেথ সদৃশ বস্তু এবং তিন প্যাকেট টেস্টিং সল্ট জব্দ করা হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটির বরকল থানার অন্তর্গত হালাম্বা নামক স্থানে ছোটহরিণা ব্যাটালিয়নের নেতৃত্বে রকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি), রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি), রাঙ্গামাটি আর্মি জোন ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ আভিযানিকদল কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে চারটি অবৈধ একনালা বন্দুক জব্দ করা হয় এবং অভিযান চলাকালীন মোট সাতজন আসামিকে আটক করা হয়।

আটক আসামিরা হলেন- হোয়াং পুইয়া (৩৫), থান জুয়াল (২৭), এলভিদ (২৩), আদি (২৫), লাল লমসাং (১৯), লিয়ান্না (৫১) ও জৌরাম (২৩)। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ সহ আসামিদেরকে রকল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন বিজিবি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471