ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদক পেল ইউই ওহাশি

জাপানের সাঁতারু ইউই ওহাশি

ক্রীড়া ডেস্ক : ইউই ওহাশি স্বাগতিক জাপানের সাঁতারু। তার হাত ধরে চলতি আসরে সুইমিং থেকে প্রথম স্বর্ণপদক পেল জাপান। টোকিও অলিম্পিকসে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বাজিমাত করলেন তিনি।

আজ রবিবার টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ৪ মিনিট ৩২ দশমিক শূন্য ৮ সেকেন্ড সময় নিয়ে সেরা হন তিনি।

এর আগে ২০১৬ সালের রিও অলিম্পিকে ৪ মিনিট ২৬ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে বিশ্বরেকর্ড ও অলিম্পিকের রেকর্ড গড়েছিলেন হোসসু।

রবিবার ওহাশির চেয়ে দশমিক ৬৮ সেকেন্ড বেশি নিয়ে রূপা পেয়েছেন যুক্তরাষ্ট্রের এমা উয়াইয়ান্ট। তার স্বদেশি হালি ফ্লিকিঞ্জার ৪ মিনিট ৩৪ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ।

বাংলাদেশ সময় গত ২৩ জুলাই বিকেল ৫টায় উদ্বোধন হয় টোকিও অলিম্পিকের আসর। আগামী ৮ আগস্ট পর্দা নামাবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদক পেল ইউই ওহাশি

আপডেট সময় ০৬:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : ইউই ওহাশি স্বাগতিক জাপানের সাঁতারু। তার হাত ধরে চলতি আসরে সুইমিং থেকে প্রথম স্বর্ণপদক পেল জাপান। টোকিও অলিম্পিকসে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বাজিমাত করলেন তিনি।

আজ রবিবার টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ৪ মিনিট ৩২ দশমিক শূন্য ৮ সেকেন্ড সময় নিয়ে সেরা হন তিনি।

এর আগে ২০১৬ সালের রিও অলিম্পিকে ৪ মিনিট ২৬ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে বিশ্বরেকর্ড ও অলিম্পিকের রেকর্ড গড়েছিলেন হোসসু।

রবিবার ওহাশির চেয়ে দশমিক ৬৮ সেকেন্ড বেশি নিয়ে রূপা পেয়েছেন যুক্তরাষ্ট্রের এমা উয়াইয়ান্ট। তার স্বদেশি হালি ফ্লিকিঞ্জার ৪ মিনিট ৩৪ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ।

বাংলাদেশ সময় গত ২৩ জুলাই বিকেল ৫টায় উদ্বোধন হয় টোকিও অলিম্পিকের আসর। আগামী ৮ আগস্ট পর্দা নামাবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471